পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Death Due to Poisonous Liquor: বিহারে বিষ মদের বলি 2, তদন্তে পুলিশ - বিহার

বিহারে মুজফ্ফরপুরে বিষ মদের বলি 2 ৷ রবিবার সকালে তাঁদের মৃত্যু হয় ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat
বিষ মদে মৃত্যু

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 4:00 PM IST

মুজফ্ফরপুর, 24 সেপ্টেম্বর:বিহারে মদ বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ৷ কিন্তু তার মধ্যেই এই রাজ্যে অব্যাহত বিষাক্ত চোলাই মদ পান করে মৃত্যুর ঘটনা ৷ রবিবার মুজফ্ফরপুরে বিষ মদ খেয়ে 2 মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ 2 জনের চোখও নষ্ট হয়ে গিয়েছে বলে খবর ৷ মুজফ্ফরপুরের কাজী মহম্মদপুর থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে ৷ যদিও বিষমদের জেরে মৃত্যুর এই ঘটনার কথা স্বীকার করা হয়নি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কাজী মহম্মদপুর থানা এলাকায় 2 ব্যক্তির মৃত্যু হয় ৷ স্থানীয়দের দাবি, এলাকার প্রায় বেশ কয়েকজন চোলাই মদ খেয়েছিলেন, যাঁদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে ও 2 জনের দৃষ্টিশক্তি চলে গিয়েছে ৷ মদ বিক্রি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কীভাবে এরকম মদ ক্রেতাদের কাছে পৌঁছচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

স্থানীয়দের দাবি, আরও কয়েকজন ওই বিষ মদ পান করেছিলেন ৷ কিন্তু তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তবে বিষ মদের কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে কি না, সেই বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ ৷ তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন:পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেফতার প্রাক্তন ভারতীয় সেনা জওয়ান

বিষ মদ খেয়ে যে দুই ব্যক্তির দৃষ্টিশক্তি চলে গিয়েছে বলে খবর, তাঁরা হলেন ধর্মেন্দ্র কুমার ও রাজু শাহ ৷ এদের মধ্যে রাজু শাহের কথায়, "আমি পরশু দিন মদ খেয়েছিলাম, তারপর থেকেই আর চোখে দেখতে পাচ্ছি না ৷ একটি বরফ কারখানা থেকে ওই মদ কিনেছিলাম ৷ আমি চোখ দেখাতে প্রথমে রামদয়ালু হাসপাতালে যাই, সেখান থেকে আমায় পটনায় রেফার করা হয় ৷" অন্যদিকে, ধর্মেন্দ্র কুমার জানিয়েছেন, সোমবার সকালে মদ খেয়েছিলাম, ওইদিন সন্ধ্যা থেকেই আর চোখে দেখতে পাচ্ছি না ৷ শিবচন্দ্র পাসওয়ান নামে এক ব্যক্তির থেকে মদ কিনেছিলাম ৷

ABOUT THE AUTHOR

...view details