নয়াদিল্লি, 16 মে: মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি হবে জ্ঞানবাপী মসজিদ সংক্রান্ত মামলার ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিমার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা (SC to hear plea challenging survey of Gyanvapi Mosque on Tuesday) ৷ এই মসজিদে সমীক্ষার যে কাজ চলছে তা বন্ধ করার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছে অঞ্জুমান ইনতেজামিয়া মসজিদ ম্যানেজমেন্ট কমিটি ৷
কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ধ্বংস করে মোগল সম্রাট ঔরঙ্গজেব এই মসজিদ তৈরি করেছিলেন বলে দাবি করেছে একটি হিন্দুত্ববাদী সংগঠন ৷ এরপর আদালত নির্দেশ দেয় ওই মসজিদে ভিডিয়ো সমীক্ষার ৷ সোমবারই সেই সমীক্ষার কাজ শেষ হয় ৷ এই সমীক্ষার বিরোধীতা করে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানায় অঞ্জুমান ইনতেজামিয়া মসজিদ ম্যানেজমেন্ট কমিটি ৷ কিন্তু এবিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে দেয় হাইকোর্ট ৷ এরপরেই এই মুসলিম সংগঠনটির তরফে শীর্ষ আদালতে আবেদন জানানো হয় ৷