নয়াদিল্লি, 14 ডিসেম্বর: ভোটার কার্ডের (Voter ID) সঙ্গে আধারের লিঙ্ক (Voter ID Aadhar Link) করার সময় একটি গোপন সফটওয়্যার ব্যবহার করেছে নির্বাচন কমিশন (ECI) ৷ এই নিয়ে হায়দরাবাদের এক ইঞ্জিনিয়র শ্রীনিবাস কোদালি সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেন ৷ তার ভিত্তিতে বুধবার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূদের নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছে ৷
ওই বেঞ্চে বিচারপতি পিএস নরসিমাও রয়েছেন ৷ বেঞ্চের তরফে এই অভিযোগকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করেছে ৷ শ্রীনিবাস তাঁর আবেদনে দাবি করেন, নির্বাচন কমিশন একটি নজরদারি তৈরি করেছে, যেখানে সাধারণের সংবেদনশীল তথ্য যেমন তাঁদের জাতি, বর্ণ, চিকিৎসা সংক্রান্ত ইতিহাস, আয় ইত্যাদি ভোটার কার্ডের তথ্যের সঙ্গে যুক্ত । তাই এবার রাজনীতিবিদরা এখন তাঁদের পছন্দের ভিত্তিতে লোকেদের আলাদা করতে সক্ষম হবেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রভাবিত হবে ।