নয়াদিল্লি, 17 অক্টোবর : ইন্টেলিজেন্স এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার ক্ষেত্রে কি তথ্য জানার অধিকারের আইন প্রযোজ্য ? এ নিয়ে দিল্লি হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ আজ বিচারপতি এম আর শাহ এবং এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে ৷ প্রসঙ্গত, 2018 সালে দিল্লি হাইকোর্ট তথ্য জানার অধিকার আইন একটি রায় দিয়েছিল ৷ যেখানে সরকারি নিরাপত্ত সংস্থাকে 15 দিনের মধ্যে তাঁর কর্মীকে তথ্য প্রদানের নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট ৷ সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গিয়েছিল কেন্দ্র ৷ যেখানে বলা হয়েছিল, তথ্য জানার অধিকার ইন্টেলিজেন্স এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয় ৷
আজ সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্টের আগের রায়কে স্থগিত রেখেছে ৷ তবে, সেই সঙ্গে দিল্লি হাইকোর্টকে নির্দেশ দিয়েছে, ইন্টেলিজেন্স এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার ক্ষেত্রে তথ্য জানার অধিকারের আইন প্রযোজ্য কি না ? তা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে ৷ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তার রায়ে জানিয়েছে, ‘‘এটি একটি বিভাগের তরফে করা নির্দিষ্ট একটি মামলা ৷ যেখানে বলা হয়েছে, তথ্য জানার অধিকারের আইন ওই বিভাগ অথবা সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয় ৷ সেই বিষয়টিকে সরিয়ে রেখে এবং সে নিয়ে কোনও সিদ্ধান্ত না নিয়ে এবং আরটিআই আইনের প্রযোজ্যতা নির্ধারণ না করে, আরটিআই আইনের অধীনে চাওয়া নথিপত্র দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ যা ঘোড়ার আগে ঠেলা গাড়িকে রেখে দেওয়ার সমান ৷’’