নয়াদিল্লি, 5 মে :অতিমারির আবহে নয়া সংসদ ভবন (সেন্ট্রাল ভিস্তা) তৈরির প্রক্রিয়া স্থগিত করা হোক ৷ এই দাবিতেই মামলা রুজু হয়েছে সুপ্রিম কোর্টে ৷ সেই মামলা শুনতে রাজি হয়েছে দেশের শীর্ষ আদালত ৷ এর আগে দিল্লি হাইকোর্টেও একই দাবিতে মামলা রুজু করা হয়েছিল ৷ কিন্তু আগামী 17 মে পর্যন্ত সেই মামলার শুনানি স্থগিত করে দেয় দিল্লি হাইকোর্ট ৷ এরপরই এই বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয় ৷ দুই মামলাকারীর হয়ে আদালতের সামনে মামলাটি উপস্থাপিত করেন প্রবীণ আইনজীবী সিদ্ধার্থ লুথরা ৷
সেন্ট্রাল ভিস্তা বা নয়া সংসদ ভবন তৈরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ৷ অতিমারির আগে গোটা দেশের অর্থনীতির গ্রাফ যখন ক্রমশ নিম্নমুখী, ঠিক তখনই এমন একটা প্রকল্প রূপায়ন কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ সেই প্রশ্ন আরও জোরদার হয় করোনা আবহে ৷ লকডাউন, নিউ নরম্য়ালের ধাক্কা কাটাতে না কাটাতেই কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে ৷ অক্সিজেনের অভাবে শুরু হয় হাহাকার ৷ পর্যাপ্ত ওষুধ ও টিকা না পেয়ে দিশেহারা দশা আমজনতার ৷ তারপরও নতুন সংসদ ভবন তৈরির সিদ্ধান্ত থেকে সরেনি নরেন্দ্র মোদির সরকার ৷ এমনকি, অতিমারির আবহে লকডাউন জারি হলেও যাতে সেন্ট্রাল ভিস্তার নির্মাণকাজ বন্ধ না হয়, সেই রাস্তা পাকা করা হয়েছে ৷ 20 হাজার কোটি টাকার এই প্রকল্পকে ‘‘জরুরি পরিষেবা’’ হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র !