মিরাট (উত্তর প্রদেশ), 20 অক্টোবর: ঝাঁপ দিয়ে আত্মহত্ম্যার চেষ্টা করলেন চিকিৎসক পড়ুয়া ৷ ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মিরাটে ৷ ওই ছাত্রী বানিয়া (22) শুভারতি মেডিক্যাল কলেজের দন্ত বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার তিনি কলেজের চার তলা থেকে ঝাঁপ দেন ৷
স্বভাবতই সাংঘাতিক ভাবে জখম হয়েছেন বানিয়া ৷ অন্য পড়ুয়ারা সঙ্গে সঙ্গে তাঁকে ওই কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে ৷ শুভারতি পুলিশ আউটপোস্টের ইনচার্জ সোহনবীর সিং জানিয়েছেন তার শারীরিক পরিস্থিতি সংকটজনক ৷