পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Meerut Medical Student: মিরাটে মেডিক্যাল কলেজের চারতলা থেকে ঝাঁপ ছাত্রীর

উত্তর প্রদেশের মিরাটে একটি মেডিক্যাল কলেজে ভয়াবহ দুর্ঘটনা ৷ জানা গিয়েছে, এক ছাত্রী শুভারতি মেডিক্যাল কলেজের চারতলা থেকে ঝাঁপ দিয়েছেন (Subharti University girl jumps from college building in Meerut) ৷

Meerut Student Suicide
ETV Bharat

By

Published : Oct 20, 2022, 11:58 AM IST

মিরাট (উত্তর প্রদেশ), 20 অক্টোবর: ঝাঁপ দিয়ে আত্মহত্ম্যার চেষ্টা করলেন চিকিৎসক পড়ুয়া ৷ ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মিরাটে ৷ ওই ছাত্রী বানিয়া (22) শুভারতি মেডিক্যাল কলেজের দন্ত বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার তিনি কলেজের চার তলা থেকে ঝাঁপ দেন ৷

স্বভাবতই সাংঘাতিক ভাবে জখম হয়েছেন বানিয়া ৷ অন্য পড়ুয়ারা সঙ্গে সঙ্গে তাঁকে ওই কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে ৷ শুভারতি পুলিশ আউটপোস্টের ইনচার্জ সোহনবীর সিং জানিয়েছেন তার শারীরিক পরিস্থিতি সংকটজনক ৷

আরও পড়ুন: রাজস্থানে বহুতল থেকে পড়ে মৃত্যু কলকাতার পড়ুয়ার, ঘনাচ্ছে রহস্য

কেন তিনি কলেজের চার তলা থেকে ঝাঁপ দিলেন তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ শুরু করেছে পুলিশ ৷ স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন তদন্ত চলছে ৷ এই কলেজটি শুভারতি বিশ্ববিদ্যালয়ের একটি অংশ ৷ এর আগে রাজস্থানের কোটায় বহুতল থেকে পড়ে মারা যান এক ছাত্র ৷ সে কলকাতার বাসিন্দা ৷ তার নাম স্বর্নাভ (15) ৷ মায়ের সঙ্গে কোটার একটি আবাসনে থাকত কিশোর ৷

ABOUT THE AUTHOR

...view details