পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cuttack Stampede Tragedy: মকর সংক্রান্তি উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু পুণ্যার্থীর, আহত কমপক্ষে 20

জেলা প্রশাসন সূত্রে খবর, কোভিডবিধির কারণে গত দু'বছর মকর সংক্রান্তিতে বন্ধ ছিল শিঙ্গানাথ মন্দির দর্শন ৷ তাই এ বছর বাঁধ ভাঙে পুণ্যার্থীদের ৷ তারই ফলশ্রুতি এই পদপিষ্টের ঘটনা (One died in stampede on the way to Singhanath shrine) ৷

Etv Bharat
শিঙ্গানাথ দর্শনে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত পুণ্যার্থী

By

Published : Jan 14, 2023, 8:36 PM IST

Updated : Jan 14, 2023, 9:25 PM IST

মকর সংক্রান্তি উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু পুণ্যার্থীর

কটক, 14 জানুয়ারি:মকর সংক্রান্তিতে শিঙ্গানাথ মন্দিরে পুণ্য অর্জনের আনন্দ বদলে গেল বিষাদে ৷ পদপিষ্ট হয়ে ওড়িশায় মৃত্যু হল এক পুণ্যার্থীর, শিশু, মহিলা-সহ দুর্ঘটনায় আহত কমপক্ষে 20 (One died in tragic stampede incident) ৷ শনিবার মকর সংক্রান্তির পুণ্য লগ্নে শিঙ্গানাথ মন্দির দর্শনের জন্য কটকের গোপীনাথপুর-বাড়ম্বা সেতুতে নিয়ম মেনে হাজারো ভক্তের সমাগম হয় ৷ মহানন্দার মাঝে অবস্থিত হওয়ায় শিঙ্গানাথ মন্দিরে প্রবেশের একমাত্র পথ ওই সেতু ৷ স্বভাবতই এদিন ভক্ত সমাগমের বাঁধ ভাঙে মন্দির সংযোগকারী ওই সেতুতে ৷ যার ফলশ্রুতি এই পদপিষ্টের ঘটনা ৷

শিশু, মহিলা-সহ অন্ততপক্ষে 20 জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৷ সরকারিভাবে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত এক ৷ তবে মৃতের সংখ্যা বাড়ার আশংকা কোনওভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ দুর্ঘটনায় নিহত পুণ্যার্থীর পরিচয় নিশ্চিত করেছেন বাড়ম্বা-নরসিংহপুরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবী প্রসাদ মিশ্র ৷ নিহতের নাম অঞ্জলি সোয়েন (45) ৷ আহতদের মধ্যে 4 জনকে আশংকাজনক অবস্থায় কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

পদপিষ্টের ঘটনায় নিহতের পরিবারকে ইতিমধ্যেই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Patnaik)৷ নিহতের পরিবারকে পাঁচ লক্ষ আর্থিক সাহায্য করে মুখ্যমন্ত্রী একটি বিবৃতি জারি করেছেন ৷ বিবৃতিতে নবীন পট্টনায়েক জানিয়েছেন, দুর্ঘটনায় আহতরা প্রত্যেকেই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন ৷ একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি ৷

আরও পড়ুন:চন্দ্রবাবু নাইড়ুর রোড শো'য়ে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে প্রাণ গেল কমপক্ষে 8 জনের

অতিমারির জেরে মকর সংক্রান্তিতে গত দু'বছর মন্দির দর্শন বন্ধ থাকায় এ বছর পুণ্যার্থী সমাগম আরও বেশি করে হয়েছে ৷ আর সেই কারণেই এই দুর্ঘটনা বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ কটকের পাশাপাশি খুরদা, পুরী, বৌধ, ধীনকানাল এলাকার পুণ্যার্থীরা শিঙ্গানাথ দর্শনে জমায়েত করেছিলেন বলে সাব-কালেক্টর সূত্রে খবর ৷

Last Updated : Jan 14, 2023, 9:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details