হায়দরাবাদ, 1 মার্চ:আজ তিন রাজ্যের ফলাফল ঘোষণা । ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে বৃহস্পতিবার । 2024 লোকসভা নির্বাচনের প্রাক্কালে হঠাৎ করেই জাতীয় রাজনীতির মূলস্রোতে তীব্রভাবে ঢুকে পড়েছে উত্তর-পূর্বের এই তিন রাজ্য । 27 ফেব্রুয়ারি মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটগ্রহণ হয়েছে । ত্রিপুরায় ভোট হয়েছিল 16 ফেব্রুয়ারি । তিন রাজ্যেই বেড়েছে ভোটের হার (Stage set for counting in Tripura Meghalaya Nagaland) । তিন রাজ্য ছাড়াও পশ্চিমবঙ্গের সাগরদিঘি, তামিলনাড়ুর ইরোড (পূর্ব), ঝাড়খণ্ডের রামগড়, মহারাষ্ট্রের কসবা পেঠ ও চিঞ্চওয়াড় উপনির্বাচনেরও ফলাফল ঘোষণা হবে । তিন রাজ্যের বিধানসভা নির্বাচন ছাড়াও, উপনির্বাচনগুলিও ব্যাপক আগ্রহ তৈরি করেছে রাজনীতিতে ।
গেরুয়া ফ্যাক্টর কি কাজে আসবে ?
ওয়াকিবহাল মহল বলছে, 2014 সালের মোদি হাওয়া এখন অনেকটাই স্তিমিত । যদিও তাতেও তখত হারানোর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি । বরং উত্তর-পূর্বে কংগ্রেসের ভোট ব্যাংক ছিনিয়ে নেওয়া বাড়তি অক্সিজেন জোগাচ্ছে পদ্মশিবিরকে । বুথ ফেরত সমীক্ষা বলছে, নাগাল্যান্ডে বিজেপি জোটের জয় কার্যত নিশ্চিত । ত্রিপুরাতেও দ্বিতীয়বার গেরুয়া শিবিরই ক্ষমতায় আসছে ।
মেঘালয়-নাগাল্যান্ড-ত্রিপুরার রাজনৈতিক চিত্র:
মেঘালয়, নাগাল্যান্ড ও ত্রিপুরা । 3 রাজ্যেই বিধানসভার আসন সংখ্যা 60 । ত্রিপুরায় 87.76 শতাংশ ভোট পড়েছে । নাগাল্যান্ডে 85.90 শতাংশ এবং মেঘালয়ে 85.27 শতাংশ ভোট পড়েছে । ফল ঘোষণার আগেই মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল পিপলস পার্টির নেতা কনরাড সাংমা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেন । বিধানসভা নির্বাচনে আলাদাভাবে লড়লেও দলগুলি শাসক জোটের অংশীদার । ফলে মেঘালয়ে বুথ ফেরত সমীক্ষা ত্রিশঙ্কুর দিকে ঈঙ্গিত করলেও রাজনৈতিক মহল বলছে, জোট গড়ে ক্ষমতায় আসছে বিজেপিই ।