নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর: স্পাইসজেটের (SpiceJet) বিমানচালকদের (Pilot) জন্য সুখবর ৷ আগামী অক্টোবর মাস থেকেই তাঁদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ ৷ উল্লেখ্য, স্পাইসজেটের উপর এখনও বিধিনিষেধ বজায় রেখেছে ভারতের অসামিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (Director General of Civil Aviation) বা ডিজিসিএ (DGCA) ৷ বুধবারই তাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়, স্পাইসজেটের উপর কার্যকর হওয়া বিধিনিষেধের মেয়াদ আগামী 29 অক্টোবর পর্যন্ত বাড়ানো হল ৷ তারপরও সংস্থার তরফে বিমানচালকদের বেতন 20 শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই সিদ্ধান্ত কার্যকর করা হবে আগামী অক্টোবর মাস থেকে ৷ প্রসঙ্গত, বিধিনিষেধের জেরে আপাতত তাদের ক্ষমতার মাত্র 50 শতাংশ বিমানই ওড়াতে পারছে স্পাইসজেট কর্তৃপক্ষ ৷
উল্লেখ্য, এর আগে গত মাসেও স্পাইসজেটের তরফে কর্মীদের বেতন 6 শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল ৷ সূত্রের দাবি, গত সপ্তাহেই এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্য়ারান্টি স্কিম (ECLGS)-এর আওতায় 125 কোটি টাকা পেয়েছে এই বেসরকারি উড়ান সংস্থা ৷ আর তারপরই বিমানচালকদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হল ৷