পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Akhilesh will contest UP election : উত্তর প্রদেশ বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন অখিলেশ - উত্তর প্রদেশ বিধানসভার ভোট

সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব (Samajwadi Party Chief Akhilesh Yadav) এবার উত্তর প্রদেশ বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন ৷ ওই দলের সূত্র থেকে এমনই খবর পাওয়া গিয়েছে ৷ আজ দুপুরে হতে পারে ঘোষণা ৷

sp source says party chief akhilesh yadav will contest uttar pradesh assembly elections
Akhilesh will contest UP election : উত্তর প্রদেশ বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন অখিলেশ

By

Published : Jan 19, 2022, 12:56 PM IST

লখনউ, 19 জানুয়ারি : নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামতে পারেন অখিলেশ যাদব ৷ সমাজবাদী পার্টির একটি সূত্র থেকে এমনই খবর পাওয়া গিয়েছে ৷ তবে কোন আসন থেকে তিনি ভোটে লড়বেন, তা স্পষ্ট করেনি ওই সূত্র (sp source says party chief akhilesh yadav will contest uttar pradesh assembly elections) ৷

2012 সালে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে লড়েননি অখিলেশ ৷ তিনি সেই সময় কনৌজের সাংসদ ৷ ভোটে জিতে মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধান পরিষদের সদস্য হিসেবে পাঁচ বছর ক্ষমতায় থেকেছেন ৷

2017 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার লক্ষ্যে যখন তিনি দল নিয়ে উত্তর প্রদেশ বিধানসভার ভোটে লড়াই করতে নেমেছিলেন, তখনও ভোটে লড়েননি ৷ তবে এবার সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ ভোটের ময়দানে নামতে পারেন বলে খবর ৷

আজ, বুধবার দুপুরে লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হবেন আজমগড়ের সাংসদ অখিলেশ ৷ সূত্রের খবর, সেখানেই তিনি নিজেই ভোটে লড়ার বিষয়টি ঘোষণা করতে পারেন ৷ কোন আসন থেকে লড়বেন, সেটাও হয়তো জানাবেন ৷

উত্তর প্রদেশে এবার সাত দফায় বিধানসভা ভোট (Uttar Pradesh Assembly elections 2022) ৷ প্রথম দফা আগামী 10 ফেব্রুয়ারি ৷ শেষ দফা আগামী 7 মার্চ ৷ ফল ঘোষণা আগামী 10 মার্চ ৷ ইতিমধ্যে ওই রাজ্যের প্রধান তিন রাজনৈতিক প্রতিপক্ষ - বিজেপি, সমাজবাদী পার্টি ও কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে ৷

বিজেপির তরফে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (UP CM Yogi Adityanath) ভোটের ময়দানে নামানো হয়েছে ৷ তিনি লড়ছেন গোরক্ষপুর থেকে ৷ তিনিও গতবার ভোটে লড়েননি ৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধান পরিষদ থেকে জিতে এসেছেন ৷

আরও পড়ুন :Aparna Yadav Joins BJP : উত্তরপ্রদেশ ভোটের আগে বিজেপিতে যোগ মুলায়মের পুত্রবধূ অপর্ণা যাদবের

অখিলেশ এবার বিজেপির সরকারকে হারানোর ডাক দিয়েছেন ৷ সেই লড়াইয়ে তিনি যদি প্রার্থী না হন, তাহলে সমালোচনা হতোই ৷ সেটা বুঝেই তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মত রাজনৈতিক মহলের ৷

ABOUT THE AUTHOR

...view details