পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাজারে সভরেন গোল্ড বন্ড ছাড়ল আরবিআই

সোমবার বাজারে সভরেন গোল্ড বন্ড ছেড়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ৷ প্রতি গ্রাম সোনায় সর্বনিম্ন 4 হাজার 842 টাকা বিনিয়োগ করে এই বন্ড কেনা যাবে ৷ আগামী 28 মে পর্যন্ত এই বন্ড কেনা যাবে ৷

sovereign-gold-bonds-open-for-subscription-check-price-tax-benefits-other-details
বাজারে সভরেন গোল্ড বন্ড ছাড়ল আরবিআই

By

Published : May 24, 2021, 4:25 PM IST

নয়াদিল্লি, 24 মে : যদি আপনি সোনায় বিনিয়োগ করতে চান, তাহলে এই খবর একেবারেই আপনার জন্য ৷ সোমবার বাজারে সভরেন গোল্ড বন্ড ছেড়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ৷ প্রতি গ্রাম সোনায় সর্বনিম্ন 4 হাজার 842 টাকা বিনিয়োগ করে এই বন্ড কেনা যাবে ৷ সোমবার একথা ঘোষণা করেছে আরবিআই ৷

যাঁরা সোনাকেই পুঁজি হিসাবে জমা করতে ভালোবাসেন, তাঁদের জন্য এই ব্য়বস্থা অত্যন্ত ভালো বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ কারণ, এক্ষেত্রে বিনিয়োগকারীরা বাড়তি অনেক সুবিধা পেতে পারেন ৷

আরও পড়ুন :চাহিদা বাড়ায় দাম বাড়ছে সোনা-রুপোর

আগামী 28 মে পর্যন্ত এই বন্ড কেনা যাবে ৷ তার আগে এই বিষয়ে প্রয়োজনীয় কিছু তথ্য তুলে ধরল ইটিভি ভারত ৷

গোল্ড বন্ড কাকে বলে ?

সভরেন গোল্ড বন্ড হল আদতে সরকারি সুরক্ষাপত্র ৷ যা আরবিআইয়ের মাধ্যমে বাজারে ছাড়া হয় ৷ এক গ্রামকে ভিত্তি বা বেসিক ইউনিট হিসাবে ধরে বিভিন্ন ওজনের সোনার সমপরিমাণ মূল্যের বন্ড তৈরি করা হয় ৷ এই বন্ডে বিনিয়োগ করায় আর্থিক ঝুঁকি নেই বললেই চলে ৷ এবং এক্ষেত্রে বিনিয়োগ করা টাকার আসল ও সুদ, দু’টোই মেলে ৷

গোল্ড বন্ডে বিনিয়োগ করে কী লাভ ?

গোল্ড বন্ডে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা বছরে ন্যূনতম 2.5 শতাংশ হারে সুদ অবশ্যই পাবেন ৷ এর সঙ্গে সোনার দাম বাড়া বা কমার কোনও সম্পর্ক নেই ৷ তাছাড়া, গোল্ড বন্ড কিনলে তার জন্য জিএসটিও দিতে হয় না ৷

ABOUT THE AUTHOR

...view details