নয়াদিল্লি, 26 ফেব্রুয়ারি:95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জন্য মনোনয়ন পেয়েছে এসএস রাজামৌলীর আরআরআর সিনেমার গান 'নাতু নাতু' ৷ 13 মার্চ জানা যাবে বেস্ট অরিজিনাল সং-বিভাগে এই গান অস্কার জিততে পারল কি না ৷ ইতিমধ্যেই গোল্ডেন গ্লোব জয়ের পাশাপাশি দেশে-বিদেশে বহুল আলোচিত ও প্রশংসশিত হয়েছে 'নাতু নাতু' (Naatu Naatu) ৷ বিদেশের প্রেক্ষাগৃহে সেখানকার নাগরিকরাও কোমর দুলিয়েছেন এই গানের ছন্দে ৷ এবার 'নাতু নাতু'তে নাচলেন ভারতে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চ্যাং জে বক ৷ তাঁর সঙ্গ দিলেন দূতাবাসের অন্যান্য কর্মী ও আধিকারিকরাও ৷ কোরিয়ানদের এই নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi reacts to Naatu Naatu South Korean embassy) ৷
ভারতে কোরিয়ান দূতাবাসের টুইটার পেজ থেকে এই নাচের ভিডিয়ো পোস্ট করা হয় ৷ সেখানে লেখা, "আপনারা নাতু জানেন? কোরিয়ান দূতাবাসের তরফে নাতু নাতু নাচের এই ভিডিয়োটি শেয়ার করতে পেরে আমরা খুশি ৷ এই নাচে দূতাবাস কর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন কোরিয়ান রাষ্ট্রদূত চ্যাং জে বক ৷" শেয়ার হওয়ার 24 ঘণ্টার মধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে এই ভিডিয়ো ৷ 27 হাজারের বেশি লাইক পেয়েছে ভিডিয়োটি ৷ 4 হাজার বার রিটুইট হয়েছে ৷ 1.7 মিলিয়ন ভিউও হয়েছে এই টুইটে (South Korean Ambassador dance in Naatu Naatu) ৷