পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Natu Natu Dance: নাতু নাতু'তে সহকর্মীদের সঙ্গে নাচলেন কোরিয়ার রাষ্ট্রদূত, প্রশংসা মোদির - নাতু নাতুতে নাচ কোরিয়ার রাষ্ট্রদূতের

আরআরআর সিনেমার 'নাতু নাতু' গানে নাচলেন ভারতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চ্যাং জায়ে বক ৷ তাঁর সঙ্গে যোগ দেন দূতাবাসের কর্মী ও আধিকারিকরাও (Naatu Naatu dance in Korean embassy) ৷

ETV Bharat
নাতু নাতুতে সহকর্মীদের সঙ্গে নাচলেন কোরিয়ার রাষ্ট্রদূত

By

Published : Feb 26, 2023, 10:43 PM IST

নয়াদিল্লি, 26 ফেব্রুয়ারি:95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জন্য মনোনয়ন পেয়েছে এসএস রাজামৌলীর আরআরআর সিনেমার গান 'নাতু নাতু' ৷ 13 মার্চ জানা যাবে বেস্ট অরিজিনাল সং-বিভাগে এই গান অস্কার জিততে পারল কি না ৷ ইতিমধ্যেই গোল্ডেন গ্লোব জয়ের পাশাপাশি দেশে-বিদেশে বহুল আলোচিত ও প্রশংসশিত হয়েছে 'নাতু নাতু' (Naatu Naatu) ৷ বিদেশের প্রেক্ষাগৃহে সেখানকার নাগরিকরাও কোমর দুলিয়েছেন এই গানের ছন্দে ৷ এবার 'নাতু নাতু'তে নাচলেন ভারতে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চ্যাং জে বক ৷ তাঁর সঙ্গ দিলেন দূতাবাসের অন্যান্য কর্মী ও আধিকারিকরাও ৷ কোরিয়ানদের এই নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi reacts to Naatu Naatu South Korean embassy) ৷

ভারতে কোরিয়ান দূতাবাসের টুইটার পেজ থেকে এই নাচের ভিডিয়ো পোস্ট করা হয় ৷ সেখানে লেখা, "আপনারা নাতু জানেন? কোরিয়ান দূতাবাসের তরফে নাতু নাতু নাচের এই ভিডিয়োটি শেয়ার করতে পেরে আমরা খুশি ৷ এই নাচে দূতাবাস কর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন কোরিয়ান রাষ্ট্রদূত চ্যাং জে বক ৷" শেয়ার হওয়ার 24 ঘণ্টার মধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে এই ভিডিয়ো ৷ 27 হাজারের বেশি লাইক পেয়েছে ভিডিয়োটি ৷ 4 হাজার বার রিটুইট হয়েছে ৷ 1.7 মিলিয়ন ভিউও হয়েছে এই টুইটে (South Korean Ambassador dance in Naatu Naatu) ৷

এই ভিডিয়োতে ভারতীয় পোশাকে কোমর দোলাতে দেখা গিয়েছে দূতাবাসের কয়েকজন মহিলা কর্মীকে ৷ মুখে হাসি নিয়ে এই নাচের ছন্দে পা মিলিয়ে দূতাবাসকর্মীদের সঙ্গে যোগ দেন ভারতে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চ্যাং জে বক ৷ এই ভিডিয়ো নজরে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ৷ তিনি এই টুইট শেয়ার করে লেখেন, "প্রাণবন্ত ও আদুরে প্রচেষ্টা ৷"

আরও পড়ুন:7 বছর পূর্ণ মনোজ ও রাজকুমারের আলিগড়ের, আবেগী পরিচালক হনসাল মেহতা

উল্লেখ্য, এসএস রাজামৌলি পরিচালিত রাম চরন, জুনিয়র এনটিআর, আলিয়া ভট্ট অভিনীত আরআরআর সিনেমাটি ভারতে তো বটেই বিদেশেও উচ্চ প্রশংসিত ৷ ব্যবসার নিরিখেও রেকর্ড গড়ে ছবিটি ৷ এই ছবিটির 'নাতু নাতু' গান ও সেই গানের কোরিওগ্রাফিও নজর কেড়েছে সকলের ৷ গানটির জনপ্রিয়তায় নয়া মাত্রা যোগ করেছে সেটির অস্কার মনোনয়ন ৷ গানটিকে নিয়ে উদ্দীপনা এবার স্পর্শ করল কোরিয়ানদেরও ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details