হায়দরাবাদ, 28 এপ্রিল :করোনায় আক্রান্ত হলেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন ৷ বুধবার নিজেই টুইটার ও ইনস্টাগ্রামে সেকথা জানান তিনি ৷ সেই পোস্টেই অভিনেতা জানিয়েছেন, কোভিডে আক্রান্ত হওয়ার পরই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলছেন তিনি ৷ আপাতত বাড়িতেই আইসোলেশনে আছেন দক্ষিণ ভারতের এই তারকা অভিনেতা ৷ তবে ওই একই বাড়িতে তাঁর স্ত্রীও থাকেন ৷ সঙ্গে রয়েছেন তাঁদের দুই সন্তানও ৷
অনুরাগীদের উদ্দেশে অভিনেতার বার্তা, তাঁরা যেন কেউ তাঁর জন্য দুশ্চিন্তা না করেন ৷ কারণ, তাঁরা সকলেই ভাল আছেন ৷ আল্লু অর্জুন লিখেছেন, ‘‘ আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আমি বাড়িতেই আইসোলেশনে আছি এবং সমস্ত কোভিড বিধি মেনে চলছি ৷ যাঁরা এই ক’দিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের কাছে আমার আবেদন, দয়া করে বাড়িতেই থাকুন ৷ সুরক্ষিত থাকুন এবং সুযোগ পেলেই টিকা নিন ৷ আমার সমস্ত অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আমার বার্তা, আমার জন্য দুশ্চিন্তা করবেন না ৷ আমি ভাল আছি ৷’’