পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Special Dog Squad in CRPF: অশান্ত এলাকায় প্রশিক্ষিত কুকুরবাহিনী মোতায়েন করবে সিআরপিএফ

শীঘ্রই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (Central Reserve Police Force) বা সিআরপিএফ (CRPF)-এ বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরবাহিনী (Special Dog Squad) নিয়োগ করা হবে ৷ আমেরিকা এবং কানাডার পথে হেঁটেই এই পরিকল্পনা করা হয়েছে ৷

soon Special Dog Squad will be deployed under CRPF for insurgency hit areas
Special Dog Squad in CRPF: অশান্ত এলাকায় প্রশিক্ষিত কুকুরবাহিনী মোতায়েন করবে সিআরপিএফ

By

Published : Sep 5, 2022, 7:03 PM IST

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: এবার 'দূর নিয়ন্ত্রণ পদ্ধতি'র মাধ্যমেই অশান্ত এলাকায় খবর, হাতিয়ার-সহ অন্য়ান্য সরঞ্জাম পাঠাবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (Central Reserve Police Force) বা সিআরপিএফ (CRPF) ৷ তবে, এই কাজে কোনও অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হবে না ৷ বদলে কাজে লাগানো হবে বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর (Special Dog Squad) ! এখনও পর্যন্ত কেবলমাত্র আমেরিকা এবং কানাডার বিশেষ বাহিনীতেই এই ধরনের ব্যবস্থা রয়েছে ৷

'ক্যানাইন রিমোট ডেপ্লয়মেন্ট সিস্টেম' (Canine Remote Deployment System) বা সিআরডিএস (CRDS)-এর আওতায় এই প্রশিক্ষিত কুকুরবাহিনীকে কাজে লাগানো হবে ৷ প্রাথমিকভাবে সংবাদমাধ্যমের হাতে যে তথ্য এসেছে, সেই অনুসারে, মূলত জম্মু-কাশ্মীর এবং মাও অধ্যুষিত এলাকাতেই এই ব্যবস্থা কার্যকর করা হবে ৷ কারণ, এইসব এলাকায় যেখানে-সেখানে 'মাইন' বা বিস্ফোরক পেতে রাখে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিরা ৷ বহু ক্ষেত্রেই সময় থাকতে সেগুলির সন্ধান পান না নিরাপত্তাবাহিনীর সদস্যরা ৷ ফলে প্রাণহানির ঘটনা ঘটে ৷ এই পরিস্থিতির মোকাবিলা করতেই এবার মানুষের বদলে কুকুর দিয়ে এইসব এলাকায় নজরদারি চালানো হবে ৷ একইসঙ্গে, এই কুকুরগুলি বাহিনীর কাছে প্রয়োজনীয় সরঞ্জামও পৌঁছে দিতে পারবে ৷

আরও পড়ুন:মাও হামলায় ওড়িশায় প্রাণ হারালেন তিন সিআরপিএফ জওয়ান

সিআরপিএফ সূত্রে খবর, এই কাজের জন্য বেলজিয়ান শেপার্ড ম্যালিনয়েস (Belgian Shepherd Malinois) বা বিএসএম (BSM) প্রজাতির কুকুর সবথেকে বেশি কার্যকর ৷ সেই কারণেই এই বিশেষ প্রজাতির কুকুরের প্রজনন ঘটিয়ে তাদের শাবককে ছোট থেকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে ৷ এর জন্য কুকুরগুলিকে কী ধরনের এবং কীভাবে প্রশিক্ষণ দেওয়া হবে, সেই সংক্রান্ত একটি নির্দেশিকাও প্রকাশ করেছে সিআরপিএফ ৷

বাহিনী সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ ব্যবস্থায় প্রশিক্ষিত কুকুরগুলির উপর নজরদারি চালানোর এবং তাদের নিয়ন্ত্রণের বন্দোবস্তও থাকা দরকার ৷ এক্ষেত্রে সিআরপিএফ এমন একটি দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রস্তাব দিয়েছে, যার মাধ্যমে ন্যূনতম 450 মিটার দূরত্ব থেকেই পরিস্থিতির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে ৷ এক বিশেষ ধরনের রিমোট কন্ট্রোলের সঙ্গে কবজিতে পরা যাবে (ঘড়ির মতো), এমন একটি যন্ত্রও থাকবে ৷ সেই যন্ত্রের পর্দায় দূরের দৃশ্য ফুটে উঠবে ৷ তবে, এই ব্যবস্থাপনা বাহিনীতে চালু করার আগে সংশ্লিষ্ট কমিটির কাছে তা অনুমোদনের জন্য পেশ করা হবে ৷ তাদের তরফে ছাড়পত্র মিললে তবেই চূড়ান্ত পদক্ষেপ করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details