নয়াদিল্লি, 26 অক্টোবর : নির্বাচনী প্রস্তুতি নিতে জরুরি বৈঠক ডাকলেন কংগ্রেসের হাইকম্যান্ড তথা অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi) দলের সদর দফতরে ৷ উত্তরপ্রদেশ (Uttar Pradesh), উত্তরাখণ্ড (Uttarkhand), পঞ্জাব (Punjab), গোয়া (Goa) ও মণিপুর (Manipur), দেশের এই 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন 2022-এ ৷ স্বভাবতই সরগরম দেশের রাজনীতি ৷ বৈঠকে উপস্থিত থাকবেন দলের প্রথম সারির নেতারা ৷
সূত্র মারফত জানা গিয়েছে, সভানেত্রী সোনিয়া গান্ধির সভাপতিত্বে 26 অক্টোবর কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজ্যের দায়িত্বে থাকা নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক হবে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদর দফতরে ৷ আসন্ন বিধানসভা নির্বাচনগুলিতে সদস্যপদ, প্রশিক্ষণ, বিক্ষোভ কর্মসূচি এবং ভোট-কৌশল নিয়ে আলোচনা হবে এখানে ৷ উত্তরপ্রদেশের কংগ্রেস কমিটির সভাপতিরাও এতে উপস্থিত থাকবেন ৷
এর আগে 16 অক্টোবর 'কংগ্রেস ওয়ার্কিং কমিটি'-র (Congress Working Committee, CWC) বৈঠকে আগামী বছর দলীয় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ তার প্রস্তুতি হিসেবে কংগ্রেসের সদস্যপদ পাওয়ার একটি কর্মসূচি শুরু হচ্ছে 1 নভেম্বর ৷ 2022-এর 6 সেপ্টেম্বর সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ৷