নয়াদিল্লি, 24 অগস্ট: চন্দ্রযান-3 এর বিক্রম ল্য়ান্ডারের চাঁদের স্পৃষ্ঠে সফল সফট ল্যান্ডিং নিয়ে ইসরোর প্রশংসা করলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ বৃহস্পতিবার তিনি চিঠি পাঠিয়েছেন ইসরোর প্রধান এস সোমনাথকে ৷ সেখানেই তিনি এই সাফল্যের জন্য ইসরোর প্রশংসা করেছেন ৷
চতুর্থ দেশ হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করেছে ভারত । ভারতের আগে এই কৃতিত্ব অর্জন করতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ৷ তাছাড়া চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনও দেশ পৌঁছতে পারেনি ৷ ভারতই প্রথম দেশ হিসেবে সেখানে গিয়েছে ৷ ফলে এই নিয়ে হইচই পড়েছে বিশ্বজুড়ে ৷ সকলেই ভারত ও ইসরোর প্রশংসায় পঞ্চমুখ ৷
সোশাল মিডিয়ার মাধ্যমে কংগ্রেস ও রাহুল গান্ধি, সভাপতি মল্লিকার্জুন খাড়গের মতো কংগ্রেসের একাধিক নেতা এই সাফল্য়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ৷ বৃহস্পতিবার সোনিয়া গান্ধি সরাসরি চিঠি লিখেছেন ইসরো প্রধান এস সোমনাথকে ৷ তিনি লিখেছেন, "গত সন্ধ্যায় ইসরোর অসাধারণ কৃতিত্ব দেখে আমি কতটা রোমাঞ্চিত ছিলাম, তা আপনাদের জানাতে এই চিঠি লিখছি । এটা সমস্ত ভারতীয়দের, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয় ।"