পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sonia Gandhi: চন্দ্রযানের সাফল্যের অভিনন্দন জানিয়ে ইসরো প্রধানকে চিঠি সোনিয়ার - ইসরো

Sonia Gandhi on Chandrayaan-3 Success: বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে ভারত ৷ এই সাফল্যের জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ এই নিয়ে তিনি চিঠি লিখেছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান এস সোমনাথকে ৷

Sonia Gandhi
Sonia Gandhi

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 1:49 PM IST

নয়াদিল্লি, 24 অগস্ট: চন্দ্রযান-3 এর বিক্রম ল্য়ান্ডারের চাঁদের স্পৃষ্ঠে সফল সফট ল্যান্ডিং নিয়ে ইসরোর প্রশংসা করলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ বৃহস্পতিবার তিনি চিঠি পাঠিয়েছেন ইসরোর প্রধান এস সোমনাথকে ৷ সেখানেই তিনি এই সাফল্যের জন্য ইসরোর প্রশংসা করেছেন ৷

চতুর্থ দেশ হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করেছে ভারত । ভারতের আগে এই কৃতিত্ব অর্জন করতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ৷ তাছাড়া চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনও দেশ পৌঁছতে পারেনি ৷ ভারতই প্রথম দেশ হিসেবে সেখানে গিয়েছে ৷ ফলে এই নিয়ে হইচই পড়েছে বিশ্বজুড়ে ৷ সকলেই ভারত ও ইসরোর প্রশংসায় পঞ্চমুখ ৷

সোশাল মিডিয়ার মাধ্যমে কংগ্রেস ও রাহুল গান্ধি, সভাপতি মল্লিকার্জুন খাড়গের মতো কংগ্রেসের একাধিক নেতা এই সাফল্য়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ৷ বৃহস্পতিবার সোনিয়া গান্ধি সরাসরি চিঠি লিখেছেন ইসরো প্রধান এস সোমনাথকে ৷ তিনি লিখেছেন, "গত সন্ধ্যায় ইসরোর অসাধারণ কৃতিত্ব দেখে আমি কতটা রোমাঞ্চিত ছিলাম, তা আপনাদের জানাতে এই চিঠি লিখছি । এটা সমস্ত ভারতীয়দের, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয় ।"

এর পর তিনি লেখেন, "ইসরোর অসামান্য সক্ষমতা কয়েক দশক ধরে তৈরি হয়েছে । এখানে অসাধারণ নেতা রয়েছেন ও সম্মিলিত প্রচেষ্টার একটি চেতনা সবসময় এই সংস্থাকে পরিচালিত করেছে । ছয়ের দশকের গোড়ার দিক থেকে আত্মনির্ভরশীলতার উপর ভিত্তি করে এই সংস্থা দুর্দান্ত সাফল্য পেয়েছে ৷’’

সব শেষে সোনিয়া গান্ধি লিখেছেন, "আমি ইসরোর সকলের জন্য শুভকামনা জানাই ও এই গুরুত্বপূর্ণ উপলক্ষ্যে এই সংস্থার প্রতিটি সদস্যকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই ।"

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় নির্ধারিত সময়ে বিক্রম ল্যান্ডার চাঁদে অবতরণ করে ৷ 2019 সালে চন্দ্রযান-2 মিশন খুব কাছে পৌঁছেও অসফল হয়েছিল ৷ ফলে এবার তাই সাফল্যের কারণে উচ্ছ্বাসের মাত্রা অনেক বেশি ৷ যে উচ্ছ্বাসে সামিল হয়েছে 140 কোটি ভারতবাসীও ৷

আরও পড়ুন:চন্দ্রযান-3'র সাফল্য জওহরলাল নেহরুর প্রাথমিক প্রচেষ্টার ফল, দাবি কংগ্রেসের

ABOUT THE AUTHOR

...view details