পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Women's Reservation Bill: বুধে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্কে কংগ্রেসের প্রধান বক্তা সোনিয়া - মহিলা সংরক্ষণ বিল

Women's Reservation Bill: মঙ্গলবার লোকসভায় পেশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল ৷ নতুন সংসদের প্রথম অধিবেশনেই বিলটি পেশ করা হয়েছে। বুধবার বিলের আলোচনায় কংগ্রেসের হয়ে প্রধান বক্তা সোনিয়া গান্ধি ৷

Etv Bharat
ফাইল ছবি

By ANI

Published : Sep 19, 2023, 11:00 PM IST

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: বুধবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনায়, বিতর্কে প্রধান বক্তা হবেন কংগ্রেসের সংসদীয় নেত্রী সোনিয়া গান্ধি ৷ সূত্রের খবর, সংসদের বিশেষ অধিবেশনে মঙ্গলবার লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33 শতাংশ কোটা চালু করা নিয়ে বিল আনা হয়েছে ৷ বুধবার সকাল 11টায় অধিবেশন শুরুর পর এই বিল নিয়ে আলোচনা শুরু হবে ৷ সেখানে জাতীয় কংগ্রেসের তরফে মতামত পেশ করবেন সোনিয়া ৷

সোমবার নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় মহিলা সংরক্ষণ বিলটি অনুমোদন পায় ৷ মঙ্গলবার, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল নতুন সংসদ ভবনে লোকসভার প্রথম অধিবেশনে বিলটি পেশ করেন। বিলটির নাম দেওয়া হয়েছে 'নারী শক্তি বন্দন অধিনিয়াম'। 2008 সালে, মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকার বিলটি রাজ্যসভায় পেশ করেছিল এবং এটি 2010 সালে পাস হয়েছিল ৷ তবে, বিলটি কখনই বিবেচনার জন্য লোকসভায় নেওয়া হয়নি। "

বিশেষ অধিবেশনে বিলটি পেশ করে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল বলেন, "এই বিল নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত। সংবিধানের 239AA অনুচ্ছেদ সংশোধন করে, দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলে (NCT) মহিলাদের জন্য 33 শতাংশ আসন সংরক্ষিত হবে। 330A ধারা SC/ST-এর জন্য লোকসভায় আসন সংরক্ষণ হবে।" মেঘওয়াল আরও বলেছেন যে নারী শক্তি বন্দন অধিনিয়াম পাশ হয়ে গেলে, লোকসভায় মহিলাদের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে 181টি ৷ হাউসে বিলটি পাশ করার জন্য আলোচনা হবে 20 সেপ্টেম্বর বুধবার। বিলটি 21 সেপ্টেম্বর রাজ্যসভায় তোলা হবে।

আর ও পড়ুন: 'মহিলা সংরক্ষণ বিল আমাদের', কেন বললেন সোনিয়া গান্ধি!

সূত্রের খবর, 239AA-তে একটি নতুন ধারার অধীনে, দিল্লি বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষিত হবে, মহিলা তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত আসন হবে 1/3 ভাগ। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পূরণ করা মোট আসনের 1/3 অংশ সংসদ দ্বারা নির্ধারিত আইনের মাধ্যমে মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে ৷

আরও পডুন:দীর্ঘ পথ পেরিয়ে শিকে ছেঁড়ার পথে, জানুন মহিলা সংরক্ষণ বিলের লম্বা ইতিহাস

ABOUT THE AUTHOR

...view details