নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: বুধবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনায়, বিতর্কে প্রধান বক্তা হবেন কংগ্রেসের সংসদীয় নেত্রী সোনিয়া গান্ধি ৷ সূত্রের খবর, সংসদের বিশেষ অধিবেশনে মঙ্গলবার লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33 শতাংশ কোটা চালু করা নিয়ে বিল আনা হয়েছে ৷ বুধবার সকাল 11টায় অধিবেশন শুরুর পর এই বিল নিয়ে আলোচনা শুরু হবে ৷ সেখানে জাতীয় কংগ্রেসের তরফে মতামত পেশ করবেন সোনিয়া ৷
সোমবার নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় মহিলা সংরক্ষণ বিলটি অনুমোদন পায় ৷ মঙ্গলবার, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল নতুন সংসদ ভবনে লোকসভার প্রথম অধিবেশনে বিলটি পেশ করেন। বিলটির নাম দেওয়া হয়েছে 'নারী শক্তি বন্দন অধিনিয়াম'। 2008 সালে, মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকার বিলটি রাজ্যসভায় পেশ করেছিল এবং এটি 2010 সালে পাস হয়েছিল ৷ তবে, বিলটি কখনই বিবেচনার জন্য লোকসভায় নেওয়া হয়নি। "
বিশেষ অধিবেশনে বিলটি পেশ করে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল বলেন, "এই বিল নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত। সংবিধানের 239AA অনুচ্ছেদ সংশোধন করে, দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলে (NCT) মহিলাদের জন্য 33 শতাংশ আসন সংরক্ষিত হবে। 330A ধারা SC/ST-এর জন্য লোকসভায় আসন সংরক্ষণ হবে।" মেঘওয়াল আরও বলেছেন যে নারী শক্তি বন্দন অধিনিয়াম পাশ হয়ে গেলে, লোকসভায় মহিলাদের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে 181টি ৷ হাউসে বিলটি পাশ করার জন্য আলোচনা হবে 20 সেপ্টেম্বর বুধবার। বিলটি 21 সেপ্টেম্বর রাজ্যসভায় তোলা হবে।