পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Son Chopped Father: শ্রদ্ধা হত্যাকাণ্ডের স্মৃতি ফিরল কর্ণাটকে, খুন করে বাবার দেহ 30 টুকরো করল ছেলে - son killed and chopped father in Karnataka

মদ্যপ বাবার অত্যাচার সহ্য করতে না পেরে তাঁকে খুন করল ছেলে ৷ খুনের পর বাবার দেহ প্রায় 30 টুকরো করে জলে ফেলল 20 বছর বয়সি ছেলে ৷ ঘটনা কর্ণাটকের বাগোলকোটের (son killed and chopped father in Karnataka) ৷

ETV Bharat
Karnataka news

By

Published : Dec 13, 2022, 7:37 PM IST

কর্ণাটক, 13 ডিসেম্বর: ঠিক যেন দিল্লির শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ৷ সেই বিভীষিকাময় স্মৃতি এবার ফিরে এল কর্ণাটকে (Shraddha murder horror returns in Karnataka) ৷ এখানে এক ব্যক্তিকে খুন করে প্রায় 30 টুকরো করার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে ৷ মৃতের নাম পরশুরাম কুলালি (54) ৷ ঘটনাটি ঘটেছে বাগোলকোটের মুধোলা এলাকায় ৷ অভিযুক্তের নাম ভিট্টল কুলালি ৷ তার বয়স 20 বছর ৷

জানা গিয়েছে, প্রতিরাতে মদ্যপান করে ঘরে ফিরে ছেলে ভিট্টলকে মারধর করতেন ওই ব্যক্তি ৷ চলত গালিগালাজ ৷ দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে না-পেরে গত 6 ডিসেম্বর বাবাকে রড দিয়ে পিটিয়ে খুন করে ওই যুবক ৷ এরপর মন্তুর বাইপাস সংলগ্ন নিজেদেরই জমিতে বাবার দেহ নিয়ে যায় সে ৷ সেখানে সে প্রথমে চেষ্টা করে কুয়োর জলে বাবার দেহ ডুবিয়ে দিতে যাতে কেউ দেখতে না পায় ৷ কিন্তু মৃতদেহটি না ডোবায়, সেটি টুকরো করার সিদ্ধান্ত নেয় ভিট্টল (Son killed and chopped father in Karnataka) ৷

আরও পড়ুন:2 ছাত্রীকে ধর্ষণের অপরাধে তিনটি মেয়াদের যাবজ্জীবনের সাজা স্কুলবাসের চালককে, 20 বছরের জেল কেয়ারটেকারের

এরপর করাত দিয়ে বাবার দেহ কেটে প্রায় 30 টুকরো করে ওই যুবক (son chopped father into more than 30 pieces, thrown in borewell in Karnataka) ৷ তারপর তা জলাশয়ে ফেলে দেয় ৷ ক'দিন পর সেখান থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে পুলিশকে খবর দেন স্থানীয়রা ৷ দেহগুলি উদ্ধার করে ময়নাদন্তে পাঠানো হয় ৷ তদন্তে উঠে আসে আসল ঘটনা ৷ যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই ঘটনায় ফিরে আসছে দিল্লির শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের স্মৃতি ৷ শ্রদ্ধাকে খুন করে তাঁর দেহ 35 টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিল তাঁর প্রেমিক তথা লিভইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ালা ৷ তারপর রাতে সেই দেহাংশগুলি সে ফেলে দিয়ে আসত জঙ্গলে ৷ ঘটনার প্রায় 6 মাস পরে গত মাসে বিষয়টি সামনে আসে ৷

ABOUT THE AUTHOR

...view details