নিউদিল্লি, 5 জুন : রাশিয়ার কেউ এসে হিমাচল প্রদেশে কোভিড ভ্যাকসিন উৎপাদক সংস্থা খুঁজে পেল, কিন্তু কেন্দ্র সেটা পারল না ৷ প্যানাসিয়া বায়োটেকের একটি মামলার শুনানিতে বিচারপতি মনমোহন আর বিচারপতি নাজমি ওয়াজিরির বেঞ্চ শুক্রবার এই ভাবে ভর্ৎসনা করল কেন্দ্রকে ৷ সঙ্গে এই সংস্থাকে তাদের প্রাপ্য 14 কোটি টাকা দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রকে ৷ আর এই সংস্থাকে দেশের ভ্যাকসিন উৎপাদনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে বলেছে দুই বিচারপতির বেঞ্চ ৷
প্যানাসিয়া বায়োটেক এই টাকা পাওয়ার জন্য আবেদন করে দিল্লি হাইকোর্টে ৷ তারা জানায় যে এই টাকা পেলে দেশেই রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিন তৈরি শুরু করতে পারবে ৷ ইতিমধ্যে রাশিয়ান ডায়রেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিইএফ)-এর সঙ্গে যৌথ ভাবে ট্রায়ালে রাশিয়ার এই কোভিড-19 ভ্যাকসিন উৎপাদন করেছে প্যানাসিয়া ৷