পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

6 জানুয়ারি সূর্যের ল্যাগ্রাঞ্জিয়ান-1 পয়েন্টে পৌঁছবে সৌরযান 'আদিত্য-এল1' - ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ

Aditya L1 will Reach Destination on 6th January: ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ইসরো তথা ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল1 তার গন্তব্যে পৌঁছে যাবে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 12:02 PM IST

Updated : Dec 23, 2023, 12:36 PM IST

বেঙ্গালুরু, 23 ডিসেম্বর: ইসরোর প্রথম সৌরযান আদিত্য-এল1 খুব শীঘ্রই তার গন্তব্যে পৌঁছবে ৷ এমনটাই জানিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ৷ তিনি জানিয়েছেন, আগামী বছর 6 জানুয়ারি সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগ্রাঞ্জিয়ান-1 পয়েন্টে পৌঁছে যাবে সৌরযান আদিত্য-এল1 ৷ সূর্যের এই পয়েন্ট বা কেন্দ্রটি পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে ৷ এই কেন্দ্র থেকে সূর্যের কক্ষপথে ঘুরবে আদিত্য ৷ আর সেখান থেকেই সে সূর্যের উপর গবেষণা চালাবে এবং সেই তথ্য ইসরোর হেড কোয়ার্টারে পৌঁছে দেবে ৷

সূর্যের ল্যাগ্রাঞ্জিয়ান-1 বা এল1 কক্ষপথ থেকে তার উপর গবেষণা চালানোর জন্য ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র প্রথম মহাকাশযান পাঠিয়েছিল ৷ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এ বছর 2 সেপ্টেম্বর সূর্যের এল1 কক্ষপথের উদ্দেশ্যে রওনা দেয় সৌরযান 'আদিত্য-এল1' ৷ চার মাসের লম্বা সফর শেষে 2024-এর 6 জানুয়ারি 'আদিত্য-এল1' তার নির্ধারিত গন্তব্যে পৌঁছে যাবে ৷ এ নিয়ে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, ‘‘আদিত্য-এল1 6 জানুয়ারি সূর্যের এল1 পয়েন্টে প্রবেশ করবে ৷ এমনটাই আমরা আশা করেছিলাম ৷ ঠিক কখন মহাকাশযান এল1 কক্ষপথে প্রবেশ করবে, তা যথাযথ সময়ে জানানো হবে ৷’’

উল্লেখ্য, শুক্রবার জ্ঞান ভারতী আয়োজিত 'ভারতীয় বিজ্ঞান সম্মেলনে' অংশ নিয়েছিলেন এস সোমনাথ ৷ সেখানেই তিনি সাংবাদিকদের আদিত্য-এল1 এর সূর্যের কক্ষপথে প্রবেশের তারিখ সম্পর্কে জানান ৷ ইসরো চেয়ারম্যান বলেছেন, ‘‘যখন সৌরযানটি এল1 কক্ষপথে প্রবেশ করবে, তখন আমরা আবারও সেটির ইঞ্জিন চালু করব ৷ যাতে আদিত্য-এল1 আর এগিয়ে যেতে না পারে ৷ আদিত্য-এল1 নির্ধারিত কক্ষপথে পৌঁছানোর পর সূর্যকে প্রদক্ষিণ শুরু করবে ৷ আমরা এল1 কক্ষপথেই মহাকাশযানটিকে আটকে দেব ৷’’

তিনি জানিয়েছেন, ‘‘সফলভাবে সৌরযানটিকে এল1 পয়েন্টে স্থাপন করার পর, আগামী 5 বছর সেটি ওই কক্ষপথেই থাকবে ৷ এল1 কক্ষপথে ঘুরে সূর্য সম্পর্কে তথ্য সংগ্রহ করবে ৷ ওই তথ্য শুধু ভারত নয়, পুরো বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ ওই তথ্যগুলির মাধ্যমে আমরা সূর্যের গঠনতন্ত্র এবং আমাদের জীবনে তার প্রভাব সম্পর্কে জানা যাবে ৷’’ সেই সঙ্গে গত কয়েকবছরে যে ভাবে ভারত প্রযুক্তি ও মহাকাশ বিজ্ঞানে এগিয়ে চলেছে, তার প্রশংসাও করেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ ৷

আরও পড়ুন:

  1. কবে সূর্যের খুব কাছে চলে যাবে আদিত্য এল1 স্যাটেলাইট ? জানাল ইসরো
  2. পৃথিবীর মায়া কাটিয়ে গন্তব্যে এগোচ্ছে আদিত্য-এল 1, জানাল ইসরো
  3. কাজ করা শুরু করেছে আদিত্য-এল1’র ‘স্টেপস’ যন্ত্রাংশ, জানালো ইসরো
Last Updated : Dec 23, 2023, 12:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details