নয়াদিল্লি, 12 জানুয়ারি:ভিআইপি হজ কোটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার ৷ বুধবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ সোমবার সৌদি আরব সরকারের তরফে হজ পুণ্যার্থীদের সংখ্যার উপর বিধিনিষেধ তোলার পরেই এই ঘোষণা করা হয়েছে ৷ স্মৃতি ইরানি জানান, কেন্দ্রীয় সরকার সাংবিধানিক পদ এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের শীর্ষস্থানীয় আধিকারিকদের জন্য উপলব্ধ হজ কোটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে । এতদিন এঁদের জন্য ভিআইপি কোটা চালু ছিল । এবার সেটাই বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্র ।
প্রসঙ্গত, এর আগে সোমবার সৌদি আরব সরকার ঘোষণা করেছিল, এ বছর হজযাত্রায় বয়সসীমা ও পুণ্যার্থীদের সংখ্যার উপর কোনও নিষেধাজ্ঞা থাকবে না (Saudi Arabia Removes Restrictions on Hajj Pilgrim Numbers and Age Limit) ৷ ফলে প্রচুর সংখ্যক মানুষ হজ যাত্রায় আসতে পারবেন । করোনার কারণে এই নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি সরকার ৷ কিন্তু অতিমারীর সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় এবার সেই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে ।