নয়াদিল্লি, 8 নভেম্বর: হায়দরাবাদ-জাত সংস্থা স্কাইরুট অ্যারোস্পেস (Skyroot Aerospace) নির্মিত দেশের প্রথম বেসরকারি মহাকাশযান উৎক্ষেপণ হতে চলেছে শীঘ্রই । আগামী সপ্তাহে ISRO-র শ্রীহরিকোটা বন্দর থেকে বেসরকারি এই মহাকাশযান নির্মাণ সংস্থা তাদের তৈরি 'বিক্রম-এস' (Vikram S) উৎক্ষেপণ করবে । 12 থেকে 16 নভেম্বরের মধ্যে তিনটি পেলোড-সহ শ্রীহরিকোটা থেকে 'বিক্রম-এস' উড়বে বলে জানিয়েছে বেসরকারি সংস্থাটি (Skyroot Aerospace to become first private rocket maker to fly its rocket)।
স্কাইরুট অ্যারোস্পেস-এর এই পয়লা অভিযানের নাম দেওয়া হয়েছে 'প্রারম্ভ' (Prarambh)। আবহাওয়া পর্যালোচনা করে অভিযানের অন্তিম দিন পরবর্তীতে ঘোষণা করে হবে বলে জানানো হয়েছে সংস্থাটির তরফে । সবমিলিয়ে দেশের প্রথম বেসরকারি সংস্থা হিসেবে মহাকাশযান পাঠানোর নজির গড়তে চলেছে স্কাইরুট অ্যারোস্পেস।