পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cylinder Blast: ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ ! হরিয়ানায় মৃত বাবা-মা ও চার সন্তান - সিলিন্ডার বিস্ফোরণ

হরিয়ানার পানিপতে সিলিন্ডারে আগুন ৷ নৃশংস দুর্ঘটনায় পুড়ে মারা গেলেন বাবা, মা এবং তাঁদের চার সন্তান (Haryana Cylinder Blast Incident) ৷

Cylinder Blast
সিলিন্ডার বিস্ফোরণ

By

Published : Jan 12, 2023, 9:54 AM IST

Updated : Jan 12, 2023, 10:41 AM IST

পানিপত, 12 জানুয়ারি: সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয়েছে একই পরিবারের ছ'জনের ৷ তাদের মধ্যে 4 শিশু ৷ বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপতে ৷ বাবা, মা এবং তাঁদের চার সন্তান সবাই জীবন্ত আগুনে পুড়ে মারা গিয়েছেন ৷ খবর পাওয়া মাত্র দমকলবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ এর আগে সোমবার হরিয়ানার রেওয়ারিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ তাতে সাতটি বস্তি পুড়ে ছাই হয়ে গিয়েছিল (Cylinder Blast in Panipat) ৷

সোমবার বাওয়াল রোডের কারনাওয়াস গ্রামের রেওয়ারিতে সিলিন্ডার বিস্ফোরণ হয় ৷ এই দুর্ঘটনায় বাওয়াল রোডের 2 ডজনেরও বেশি বস্তিতে আগুন লাগে ৷ জানা গিয়েছে, গ্যাস লিক করে সিলিন্ডারে আগুন লেগেছিল ৷ ঘটনার সঙ্গে সঙ্গে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে ৷ কিন্তু ততক্ষণে বস্তির বেশির ভাগ অংশ পুড়ে গিয়েছে ৷

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার ফেটে মৃত 5, বিয়েবাড়ির আনন্দ বদলে গেল বিষাদে

তথ্য অনুযায়ী, রেওয়ারির বস্তি এলাকার বাসিন্দা এক ব্যক্তি কয়েকদিন আগে বিয়ে করেন ৷ এই দুর্ঘটনায় তাঁর বিয়ের সব জিনিসপত্র পুড়ে গিয়েছে ৷ বস্তি থাকা কোনও সিলিন্ডার থেকে গ্যাস লিক (Gas leakage) করে আগুন লেগেছিল বলেই মনে করা হচ্ছে ৷ সেখানে কলকাতা থেকে আসা 7টি মুসলিম পরিবার বাস করত ৷

বস্তিতে বসবসকারীদের মধ্যে বেশির ভাগ বাসিন্দারা আবর্জনা কুড়নোর কাজ করেন ৷ কারনাওয়াস গ্রামের রেওয়ারির (Rewari Karnawas village) বাওয়াল রোডে সকালে চা তৈরি হচ্ছিল ৷ হঠাৎ সিলিন্ডার থেকে গ্যাস লিক করে এবং আগুন ধরে যায় ৷ খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ 7টি ঘর পুড়ে যায় ৷ সৌভাগ্যের বিষয় কেউ মারা যাননি ৷ বর্তমানে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ ক্ষতিগ্রস্তরা এখন সরকার এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করছে ৷

এর আগে গত বছরের ডিসেম্বরে রাজস্থানের যোধপুরে বিয়েবাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ রাজস্থানের শেরগড়ের ভুংড়া গ্রামে এই দুর্ঘটনায় বিয়েবাড়িতে প্রায় 52 জন দগ্ধ হন ৷ বিয়েবাড়িতেই মারা গিয়েছেন 5 জন ৷

আরও পড়ুন: ছটপুজোয় প্রসাদ বানাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ, জখম কমপক্ষে 30

Last Updated : Jan 12, 2023, 10:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details