পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UP Road Accident: উত্তরপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত 6, আহত 15 - উত্তরপ্রদেশ

ভোরবেলা বাসটি যেদিক থেকে আসছিল, ট্রাকটি তার উলটো দিকে দিয়ে যাচ্ছিল ৷ মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন 6 জন (Road Accident in UP Bahraich) ৷

Road Accident
ETV Bharat

By

Published : Nov 30, 2022, 10:17 AM IST

বাহরাইচ (উত্তরপ্রদেশ), 30 নভেম্বর: একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশে কমপক্ষে 6 জন মারা গিয়েছেন ৷ আহত 15 জন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটে বাহরাইচের তাপ্পে সিপাহ এলাকায় (Six dead, 15 injured after bus collides with truck in UP's Bahraich) ৷

স্থানী পুলিশ আধিকারিক (Station House Officer, SHO) রাজেশ সিং জানিয়েছেন, এই দুর্ঘটনায় 6 জন প্রাণ হারিয়েছেন ৷ আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ৷ তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার কারণ এখনও জানা যায়নি ৷

ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডাঃ দীনেশ চন্দ্র জানান, বাসটি জয়পুর থেকে আসছিল এবং বাহরাইচের দিকে যাচ্ছিল ৷ ভোর 4.30 মিনিট নাগাদ এর সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ট্রাকটি ভুল দিক দিয়ে আসছিল ৷ তিনি আরও জানান, 15 জন আহতের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের চিকিৎসার যথাযথ বন্দোবস্ত করা হয়েছে ৷

আরও পড়ুন: বেপরোয়া ট্রাকে পিষে বিহারে মৃত 12, আর্থিক সাহায্যের ঘোষণা মোদির

শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তিনি মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন ৷ তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷ তিনি জেলাপ্রশাসনকে আহতদের প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details