পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Atiq Ahmed Murder: 'আতিক খুনে যোগী সরকারই দায়ী' ! বিচার বিভাগীয় তদন্তের দাবি সিপিএমের

আতিক আহমেদ ও তাঁর ভাইয়ের খুনের জন্য যোগী সরকারকে কাঠগড়ায় তুলল সিপিএম ৷ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাল পলিটব্যুরো ৷ টুইটারে ঘটনার নিন্দায় সরব হলেন সীতারাম ইয়েচুরি ৷

Sitaram Yechury on behalf of CPM Politburo demands Judicial Inquiry in Atiq Ahmed Murder
ফাইল ছবি

By

Published : Apr 16, 2023, 5:20 PM IST

কলকাতা, 16 এপ্রিল: "উত্তরপ্রদেশে জঙ্গলরাজ চলছে ৷ এনকাউন্টারের নামে খুন, বুলডোজার রাজনীতি এবং অপরাধীদের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে সরকার চলছে !" এই অভিযোগ তুলে প্রয়াগরাজে আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাল সিপিএম ৷ দলের অবস্থান স্পষ্ট করে এ নিয়ে একাধিক টুইট করেছেন সীতারাম ইয়েচুরি ৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি ৷ সিপিএম পলিটব্যুরোর বক্তব্য, উত্তরপ্রদেশের যোগী সরকার প্রশাসনিক দায়িত্ব পালনে যে একেবারে ব্যর্থ, শনিবার রাতের ঘটনাই তার প্রমাণ ৷

এই প্রসঙ্গে একটি টুইট বার্তায় সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি লিখেছেন, "উত্তরপ্রদেশে বিজেপি ও যোগী সরকারের অধীনে জঙ্গলরাজ চলছে ৷ এই সরকারের ইউএসপি হল, এনকাউন্টারের নামে খুন, বুলডোজার রাজনীতি এবং অপরাধীদের পৃষ্ঠপোষকতা ৷ আইনের শাসন প্রয়োগ করুন ৷ অপরাধীদের ধরুন এবং কঠোর শাস্তি দিন ৷"

এ নিয়ে প্রশ্ন করা হলে সিপিএম যুব সংগঠনের এক নেতা বলেন, যেভাবে জঘন্য উপায়ে উত্তরপ্রদেশে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে, তাতে সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যায় ৷ তাই কোনও হাইকোর্টের বর্তমান বিচারপতির নেতৃত্বে উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার ৷ ঘটনার নেপথ্যে থাকা প্রত্যেকের কঠোর শাস্তি হওয়া দরকার ৷

সিপিএম পলিট ব্যুরোর তরফে বিবৃতি পেশ করে এই ঘটনার নিন্দা করা হয়েছে ৷ তাদের বক্তব্য, "পুলিশ হেফাজতে থাকাকালীন, সংবাদমাধ্যমের সামনে আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরফের নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে ৷ এর থেকেই বোঝা যায়, উত্তরপ্রদেশ রাজ্যে আইনের শাসন বলে কিছুই নেই ৷ যেভাবে দুই ব্যক্তিকে কড়া পুলিশ পাহারার মধ্যেই খুন করা হল, তাতে মনে হয়, এর পিছনে সরকারি মদত রয়েছে ৷ এনকাউন্টারের নামে খুনের ঘটনা আগেও ঘটেছে ৷ সেই প্রেক্ষাপটেই শনিবারের ঘটনা খতিয়ে দেখা উচিত ৷ এটি বিচার বহির্ভূত খুন ছাড়া আর কিছুই নয় ৷ এই অবস্থার জন্য যোগী আদিত্যনাথের সরকার সরাসরি দায়ী ৷"

আরও পড়ুন:আতিক খুনে উদ্বিগ্ন কেন্দ্র, সাংবাদিকদের জন্য নয়া এসওপি আনছে শাহের মন্ত্রক

এই ঘটনায় শুধুমাত্র সামনে আসা আততায়ীদের সাজা দেওয়া নয়, নেপথ্যে থাকা সকলের বিরুদ্ধেও আইনানুগ কঠোর পদক্ষেপ করার দাবি জানিয়েছে পলিটব্যুরো ৷ তাদের মতে বিচার বিভাগীয় তদন্ত না হলে প্রকৃত ঘটনা সামনে আসবে না ৷ তাই সেই ব্যবস্থাই করা উচিত ৷

ABOUT THE AUTHOR

...view details