কলকাতা, 16 এপ্রিল: "উত্তরপ্রদেশে জঙ্গলরাজ চলছে ৷ এনকাউন্টারের নামে খুন, বুলডোজার রাজনীতি এবং অপরাধীদের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে সরকার চলছে !" এই অভিযোগ তুলে প্রয়াগরাজে আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাল সিপিএম ৷ দলের অবস্থান স্পষ্ট করে এ নিয়ে একাধিক টুইট করেছেন সীতারাম ইয়েচুরি ৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি ৷ সিপিএম পলিটব্যুরোর বক্তব্য, উত্তরপ্রদেশের যোগী সরকার প্রশাসনিক দায়িত্ব পালনে যে একেবারে ব্যর্থ, শনিবার রাতের ঘটনাই তার প্রমাণ ৷
এই প্রসঙ্গে একটি টুইট বার্তায় সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি লিখেছেন, "উত্তরপ্রদেশে বিজেপি ও যোগী সরকারের অধীনে জঙ্গলরাজ চলছে ৷ এই সরকারের ইউএসপি হল, এনকাউন্টারের নামে খুন, বুলডোজার রাজনীতি এবং অপরাধীদের পৃষ্ঠপোষকতা ৷ আইনের শাসন প্রয়োগ করুন ৷ অপরাধীদের ধরুন এবং কঠোর শাস্তি দিন ৷"
এ নিয়ে প্রশ্ন করা হলে সিপিএম যুব সংগঠনের এক নেতা বলেন, যেভাবে জঘন্য উপায়ে উত্তরপ্রদেশে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে, তাতে সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যায় ৷ তাই কোনও হাইকোর্টের বর্তমান বিচারপতির নেতৃত্বে উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার ৷ ঘটনার নেপথ্যে থাকা প্রত্যেকের কঠোর শাস্তি হওয়া দরকার ৷