পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Hit and Run: এবার হরদোই ! সাইকেল সওয়ারিকে ধাক্কা মেরে, ঘষটে নিয়ে গেল গাড়ি - উত্তরপ্রদেশ

দিল্লি হিট অ্য়ান্ড রানের (Delhi Hit and Run Case) পুনরাবৃত্তি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হরদোই (Hardoi) এলাকায় ৷ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাণে বাঁচল নাবালক ৷ অভিযুক্ত চালকের নাক ফাটাল ক্ষুব্ধ জনতা ৷

similar incident like Delhi Hit and Run Case happened in Hardoi of Uttar Pradesh
সিসিটিভি ক্য়ামেরার ফুটেজ ৷

By

Published : Jan 7, 2023, 1:18 PM IST

হরদোই (উত্তরপ্রদেশ), 7 জানুয়ারি:আবারও দিল্লির ঘটনার (Delhi Hit and Run Case) পুনরাবৃত্তি ঘটল ৷ এবার আবার উত্তরপ্রেদেশে ৷ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হরদোই (Hardoi) এলাকায় সাইকেলে সওয়ার এক ছাত্রকে প্রথমে ধাক্কা মারে দ্রুত গতির চারচাকা গাড়ি ৷ তাতে ছাত্রটি পড়ে যায় এবং সাইকেল-সহ তার একটি পা গাড়ির পিছনের চাকার পিছন দিকের উপরের ফাঁকা অংশে আটকে যায় ৷ এর ফলে চিৎকার করতে শুরু করে ওই নাবালক ৷ অভিযোগ, তার চিৎকার শুনেও গাড়ি থামাননি চালক ৷ উলটে ওই অবস্থাতেই গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন তিনি ৷ প্রায় 1 কিলোমিটার সাইকেল-সহ আক্রান্ত ছাত্রটিকে রাস্তার উপর দিয়ে ঘষটে নিয়ে যান ওই যুবক ! তা দেখে আশপাশের সকলে চিৎকার করতে শুরু করেন ৷ ভয়াবহ সেই দৃশ্য বন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায় ৷ শেষ পর্যন্ত অবশ্য চালক ধরা পড়েন ৷ উন্মত্ত জনতার হাতে তাঁকে উত্তম-মধ্যমও খেতে হয় ৷ ঘটনাটি ঘটে শুক্রবার ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আক্রান্ত ছাত্রের নাম কেতন ৷ শুক্রবার স্থানীয় কোচিং সেন্টারে পড়তে গিয়েছিল সে ৷ অন্য়ান্য দিনের মতোই বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরোয় ওই কিশোর ৷ কিন্তু, কোচিং সেন্টারে পৌঁছনোর আগেই দুর্ঘটনার কবলে পড়ে ওই ছাত্র ৷

আরও পড়ুন:অঞ্জলির মত্যুতে ঘাতক গাড়ির মালিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ

প্রত্যক্ষদর্শীদের দাবি, যদি আশপাশের মানুষ সাহায্যের জন্য এগিয়ে না আসতেন, তাহলে হয়তো কেতনকে বাঁচানোই যেত না ৷ কারণ, গাড়ির চালক গাড়িটি থামানোর কোনও চেষ্টাই করেননি ৷ বরং তিনি পালিয়ে যাওয়ার মতলব করছিলেন ৷ কিন্তু, গাড়ির চারপাশে ভিড় জমে যাওয়ায় তাঁর সেই চেষ্টা ব্যর্থ হয় ৷ বাসিন্দারা গাড়িটিকে থামিয়ে আগে চেতনকে উদ্ধার করেন ৷ অন্যরা চালককে তাঁর আসন থেকে টেনে, হিঁচড়ে বের করে আনেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ অনেক কষ্টে চালককে সেখান থেকে বের করে আনা হয় ৷ ততক্ষণে চড়, ঘুসি খেয়ে চালকের নাক, মুখ থেকে রক্ত ঝরতে শুরু করে দিয়েছে ৷ পুলিশের তরফে ইতিমধ্যেই ওই যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে তারা ৷

প্রশাসনের পক্ষ থেকে এক আধিকারিক এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, "সাইকেল ও চারচাকা গাড়ির মধ্যে ধাক্কা লাগার ফলে সাইকেল সওয়ারির পা গাড়িতে আটকে যায় ৷ সেই অবস্থায় বেশ কিছুটা রাস্তা ছেলেটিকে ঘষটে নিয়ে যাওয়া হয় ৷ আক্রান্ত সাইকেল আরোহী নাবালক ৷ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অভিযুক্ত চালককে হেফাজতে নিয়েছে পুলিশ ৷"

ABOUT THE AUTHOR

...view details