প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ), 28 মে: পুলিশি নিরাপত্তা বেষ্টনী ভেদ করে গ্যাংস্টার আতিক আহমেদ এবং তাঁর ভাইকে হত্যা করেছিল একদল দুষ্কৃতী ৷ তবে, আতিক এবং তাঁর ভাই মারা গেলেও প্রয়াগরাজে বন্ধ হয়নি আতঙ্করাজ ৷ এবার চাট বিক্রেতার কাছ থেকে 15 লক্ষ টাকা তোলা দাবির অভিযোগ উঠল আতিকের সহকারীদের বিরুদ্ধে ৷ প্রয়াগরাজের চাকিয়া এলাকায় সেই কারণে শনিবার গুলি চালানো হয় ৷ গুলিটি ওই দোকানদারের পায়ে লেগেছে ৷ একমাস আগেই হুমকির ঘটনায় পুলিশে অভিযোগ করেছিলেন রাকেশ নামে ওই ব্যক্তি ৷ পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷
আতিক আহমেদের বাড়ির কাছে রাকেশ নামে এক ব্যক্তি চাটের দোকান চালান ৷ মৃত আতিক আহমেদের লোকজন তাঁর কাছে 15 লক্ষ টাকা তোলা দাবি করে ৷ সেই টাকা না-দেওয়ায় শনিবার ওই দোকানের সামনে গুলি চালায় আতিকের সহকারী নবি আহমেদ ৷ অভিযোগ রাকেশকে বাড়ি খালি করে দিয়ে বলা হয়, তোলার টাকা না দেওয়ায় ৷ প্রথম যখন রাকেশের কাছে 15 লক্ষ টাকা তোলা চাওয়া হয়, তখন পুলিশেও অভিযোগ জানিয়েছিলেন তিনি ৷ কিন্তু, পুলিশ সেই সময় নবি আহমেদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন রাকেশ এবং তাঁর পরিবার ৷