পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kashmir : অশান্ত উপত্যকা, সেনার গুলিতে নিকেশ দুই অজ্ঞাতপরিচয় জঙ্গি - ভারতীয় সেনা

শোপিয়ানে এর আগেও জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে সাত জন জঙ্গি নিহত হয়েছিল ।

Kashmir
অশান্ত উপত্যকা, সেনার গুলিতে নিকেশ দুই অজ্ঞাতপরিচয় জঙ্গি

By

Published : Oct 20, 2021, 2:24 PM IST

শ্রীনগর (J&K), 20 অক্টোবর : ফের অশান্ত উপত্যকা, ভারতীয় জওয়ান এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই অব্যাহত ৷ আজ দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে দু'জন অজ্ঞাতপরিচয় জঙ্গি নিহত হয়েছে ৷ একইসঙ্গে আহত হয়েছেন তিন সেনা জওয়ান ।

আরও পড়ুন : Kushinagar Int. Airport : নির্বাচনের আগে বিমানবন্দর পেল যোগী-রাজ্য, উদ্বোধন প্রধানমন্ত্রীর

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, "দুই জঙ্গি নিহত হয়েছে । আমাদের তিন সেনা জওয়ানও আহত হয়েছেন । তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে । নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলের কাছে পৌঁছালে, লুকিয়ে থাকা জঙ্গিরা বাহিনীর উপর গুলি চালায় ৷" 2018 সালে এখানেই পয়লা এপ্রিল জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে সাত জঙ্গি নিহত হয়েছিল ।

আরও পড়ুন : Uttarakhand Rain : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 45, আজ পরিদর্শনে যাচ্ছেন অমিত শাহ

পরে ভারতীয় সেনাবাহিনীর দাবি করে যে তাঁরা লেফটেন্যান্ট উম্মর ফৈয়াজ পারের হত্যার প্রতিশোধ নিয়েছে ৷ ফৈয়াজ পারের গুলিবিদ্ধ লাশ 2017 সালে হারমান শোপিয়ানে পাওয়া গিয়েছিল । মৃত দুই জঙ্গি লেফটেন্যান্ট ফৈয়াজ হত্যার সঙ্গে জড়িত বলে জানিয়েছে সেনাবাহিনী ৷

ABOUT THE AUTHOR

...view details