বেঙ্গালুরু, 4 মার্চ : একটি কফিন নিদেনপক্ষে আটজনের জায়গা নিয়ে নেয় ৷ তাই কফিনের পরিবর্তে বরং ইউক্রেন-ফেরৎ বিমানে ফিরিয়ে হোক আটজন জীবিত পড়ুয়াকে ৷ খারকিভে নিহত কর্নাটক পড়ুয়ার মৃতদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বেফাঁস মন্তব্য রাজ্যেরই বিজেপি বিধায়ক অরবিন্দ বেল্লাদের ৷ বিজেপি বিধায়কের এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই সমালোচনার ঝড় সবমহলে (Shocking remark of BJP MLA on Indian student killed in Ukraine) ৷
এর আগে ইউক্রেনে মেডিক্যাল পড়তে যাওয়া ভারতীয়দের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ব্যাপক সমালোচিত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ৷ এরইমধ্যে কর্নাটক বিধায়কের এহেন মন্তব্যে অস্বস্তি বাড়ল কেন্দ্রের ৷ ইতিমধ্যেই 'অপারেশন গঙ্গা'-র আওতায় হাঙ্গেরি, পোল্যান্ড, মলডোভা, রোমানিয়া সীমান্ত থেকে তিন হাজারেরও বেশি আটকে পড়া ভারতীয় পড়ুয়াকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে কেন্দ্রীয় সরকার (India has evacuated over 3000 nationals from war-hit Ukraine) ৷ এখনও জারি রয়েছে সেই অভিযান ৷