পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সাংবাদিকদের প্রথম সারির যোদ্ধা হিসেবে ঘোষণা মধ্য়প্রদেশের মুখ্য়মন্ত্রীর - covid

এর আগে ওড়িশার মুখ্য়মন্ত্রী নবীন পটনায়েক ও বিহারের মুখ্য়মন্ত্রী নীতিশ কুমার তাঁদের রাজ্য়ের সাংবাদিকদের প্রথম সারির যোদ্ধা বলে ঘোষণা করেছিলেন ৷ এবার সেই রাস্তাতেই হাঁটলেন মধ্য়প্রদেশের মুখ্য়মন্ত্রী ৷

corona
প্রতীকী ছবি

By

Published : May 3, 2021, 3:30 PM IST

ভোপাল (মধ্য় প্রদেশ), 3 মে : এবার সাংবাদিকদের করোনার প্রথম সারির যোদ্ধা বলে ঘোষণা করলেন মধ্য়প্রদেশের মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ আজ একটি সংবাদিক বৈঠক থেকে এই ঘোষণা করেন তিনি ৷

এর আগে ওড়িশার মুখ্য়মন্ত্রী নবীন পটনায়েক ও বিহারের মুখ্য়মন্ত্রী নীতিশ কুমার তাঁদের রাজ্য়ের সাংবাদিকদের প্রথম সারির যোদ্ধা বলে ঘোষণা করেছিলেন ৷ এবার সেই রাস্তাতেই হাঁটলেন মধ্য়প্রদেশের মুখ্য়মন্ত্রী ৷

আরও পড়ুন- কিছুটা কমল করোনার সংক্রমণ; একদিনে আক্রান্ত 3.68 লাখ, মৃত 3417

এর পাশাপাশি করোনার টিকাকরণ নিয়েও আজকের সাংবাদিক বৈঠকে বেশ কিছু বিষয় জানান তিনি ৷ তিনি বলেন, ‘‘18 বছর বেশি বয়সীদের 1 মে থেকে টিকা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া সম্ভব হচ্ছে না ৷ কারণ সেখানে টিকার ঘাটতি রয়েছে ৷ ’’

ভ্য়াকসিন কেনা নিয়ে তিনি জানিয়েছেন, ইতিমধ্য়ে ভারত বায়োটেক ও সিরাম ইন্সটিটিউটের সঙ্গে কথা হয়েছে ৷ কিন্তু ভ্য়াকসিন সরবারাহ নিয়ে তারা কোনও নিশ্চয়তা দিতে পারেনি ৷

এদিকে দেশে কিছুটা কমল করোনা ভাইরাসের সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 3.68 লাখ মানুষ ৷ করোনায় প্রাণ গিয়েছে আরও 3,417 জনের ৷ এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের ৷

ABOUT THE AUTHOR

...view details