পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাংলার বিধানসভা নির্বাচনে লড়বে শিবসেনা, ঘোষণা রাউতের - সঞ্জয় রাউত

আসাদউদ্দিন ওয়েইসির মিম আগামী বাংলার বিধানসভা নির্বাচনে লড়বে বলে জানিয়ে দিয়েছে ৷ নীতীশ কুমারের জেডিইউ-ও একুশে নির্বাচনে লড়ার আগ্রহ দেখিয়েছে ৷ সেই তালিকায় এবার জুড়ল উদ্ধব ঠাকরের শিবসেনার নাম ৷

shiv-sena-will-contest-assembly-elections-in-west-bengal-sanjay-raout-announced-in-twitter
shiv-sena-will-contest-assembly-elections-in-west-bengal-sanjay-raout-announced-in-twitter

By

Published : Jan 17, 2021, 10:04 PM IST

Updated : Jan 17, 2021, 10:10 PM IST

মুম্বই, 17 জানুয়ারি: এবার পশ্চিমবঙ্গের বিধনসভা নির্বাচনে লড়বে শিবসেনা ৷ টুইট করে এই কথা জানালেন শিবসেনা সাংসদ তথা দলের অন্যতম মুখপাত্র সঞ্জয় রাউত ৷

রবিবাসরীয় সন্ধ্যায় সঞ্জয় রাউত টুইট করেন, "অপেক্ষার অবসান, শিবসেনা দলের শীর্ষ নেতা উদ্ধব ঠাকরে সিদ্ধান্ত নিয়েছেন, পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে লড়বে দল ৷ আমরা খুব তাড়াতাড়ি কলকাতায় আসছি ৷ জয় হিন্দ, জয় বাংলা ৷ " উল্লেখ্য, "জয় বাংলা" শব্দটিকে বাংলায় টুইট করেছেন রাউত ৷ "জয় বাংলা" শব্দটিকে ঠিক যেভাবে তৃণমূল ব্যবহার করে থাকে ৷ যার পর রাজ্যের রাজনৈতিক মহলের একাংশের ধারনা, তৃণমূলকে সুবিধা করে দিতেই বিধানসভায় প্রার্থী দিতে চলেছে শিবসেনা ৷ জানা গিয়েছে, 100 আসনে প্রার্থী দিতে পারে শিবসেনা ৷

আরও পড়ুন :"আমরা শত্রু নই", ফড়নবিশের সঙ্গে সাক্ষাৎ নিয়ে বললেন সঞ্জয় রাউত

উল্লেখ্য, বাংলার আগামী বিধানসভা নির্বাচনে অন্যতম দুই প্রতিপক্ষ শাসক দল তৃণমূল ও বিজেপি ৷ একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তথা শাসক দল তৃণমূল ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর, অন্যদিকে বিজেপির পাখির চোখ বাংলা জয় ৷ এই অবস্থায় আসাদউদ্দিন ওয়েইসির দল মিম আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় লড়বে বলে জানিয়ে দিয়েছে ৷ নীতীশ কুমারের জেডিইউ-ও বাংলার একুশে নির্বাচনে লড়ার আগ্রহ দেখিয়েছে ৷ সেই তালিকায় এবার জুড়ল উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউতের শিবসেনার নাম ৷

Last Updated : Jan 17, 2021, 10:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details