পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Shashi Tharoor: 'মল্লিকার্জুন খাড়গে অথবা রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রী করতে পারে কংগ্রেস', মন্তব্য থারুরের

আসন্ন লোকসভা নির্বাচনে 'ইন্ডিয়া' জোট ক্ষমতায় এলে কে হবেন প্রধানমন্ত্রী ? একটি অনুষ্ঠানে কংগ্রেস সাংসদ শশী থারুর জানালেন, জোটের সদস্য দলগুলি তা ঠিক করবে ৷ তবে তাঁর মতে, মল্লিকার্জুন খাড়গে বা রাহুল গান্ধি হতে পারেন ৷

ETV Bharat
মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধি প্রধানমন্ত্রী হতে পারেন বলে মনে করেন শশী থারুর

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 11:09 AM IST

তিরুঅনন্তপুরম, 17 অক্টোবর: দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অথবা দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ মনে করছেন কংগ্রেসের কার্যকরী সমিতির সদস্য শশী থারুর ৷ অন্যদিকে তাঁর গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও শোনা গেল ৷ সোমবার একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এমনই মন্তব্য করেন ৷

2024 সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রে বিজেপিকে পরাস্ত করতে বিরোধী 'ইন্ডিয়া' জোট তৈরি হয়েছে ৷ এই জোট ক্ষমতায় এলে কাকে প্রধানমন্ত্রী করা হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ তবে বারবার রাহুল গান্ধির নামই সামনে এসেছে ৷

সেই জল্পনা খানিক উসকে দিলেন প্রবীণ কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ তাঁর মতে, আসন্ন লোকসভা নির্বাচনে এই জোটের প্রধানমন্ত্রী মুখ হতে পারেন অশীতিপর কংগ্রেস নেতা তথা সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ আবার প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকেও প্রধানমন্ত্রীমুখ করতে পারে 'ইন্ডিয়া' ৷

সোমবার একটি অনুষ্ঠানে এই প্রসঙ্গে তিনি বলেন, "কাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ৷" ভোট-পরবর্তী সময়ের ছবিটা কেমন হবে ? এ বিষয়ে তিরুবনন্তপুরমের সাংসদ বলেন, "এটা একটা জোট, শুধু একটা দল নয় ৷ তাই ফল প্রকাশ হওয়ার পর প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে সব জোট দলগুলি একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবে ৷ তবে আমার আন্দাজ, কংগ্রেস থেকে হয় মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী হতে পারেন ৷ এটা হলে তিনি দেশের প্রথম দলিত প্রধানমন্ত্রী হবেন ৷ অথবা রাহুল গান্ধিও হতে পারেন ৷ কারণ, এই দলটি অনেক দিক দিয়ে পরিবারের দ্বারা পরিচালিত হয় ৷"

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তিনি বলেন, "প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসী ৷ তাঁর নিজের উপর বিশ্বাস রয়েছে, তাঁকে যে দায়িত্বই দেওয়া হোক না-কেন, তা পূরণ করতে পারবেন ৷" প্রাক্তন এই কূটনীতিক রাজনীতিতে প্রবেশ 2009 সালের লোকসভা নির্বাচনের মাধ্যমে ৷

আরও পড়ুন: 'জি20 নিঃসন্দেহে ভারতের কূটনৈতিক জয়', প্রশংসায় শশী থারুর

ABOUT THE AUTHOR

...view details