পুনে, 30 অগস্ট: বয়সের কারণে এবার রাজনীতি থেকে অবসর নিয়ে নেওয়া উচিত এনসিপি প্রধান শরদ পাওয়ারের ৷ এমনই মত পোষণ করলেন সেরাম ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর সাইরাস এস পুনাওয়ালা ৷ শরদ পাওয়ারের পুরনো বন্ধুদের মধ্যে অন্যতম সাইরাস এস পুনাওয়ালা ৷ দীর্ঘদিনের সম্পর্ক তাঁদের মধ্যে ৷ তাই সেরাম কর্তার বুধবারের এই মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ পুনাওয়ালা এদিন আরও জানিয়েছেন, দু'বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিল পাওয়ারের কাছে, তবে দু'বারই তা তাঁর হাতছাড়া হয় ৷
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শরদ পাওয়ার সম্পর্কে বলতে গিয়ে সেরাম ইনস্টিটিউটের কর্তা এদিন বলেন, "আমার মনে হয় শরদ পাওয়ারের কাছে দু'বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিল, কিন্তু তিনি তা কাজে লাগাননি ৷ উনি একজন দুর্দান্ত ব্যক্তিত্ব এবং মানুষের সেবা করার সুযোগ ছিল তাঁর কাছে ৷ কিন্তু আমার মনে হয় এখন যেহেতু তাঁর বয়স হয়েছে তাই তাঁর অবসর নেওয়া উচিত ৷"
82 বছর বয়সি শরদ পাওয়ার ভারতীয় রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ নাম ৷ বিরোধী জোট 2024 লোকসভা নির্বাচনে যদি জয়ী হয় সেক্ষেত্রে কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী তা নিয়ে জল্পনাও চলছে রাজনৈতিক মহলে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, নীতীশ কুমারের মতো শরদ পাওয়ারের নামও মাঝে মাঝেই ভেসে উঠছে ৷ কংগ্রেসের কয়েকজন নেতা রাহুল গান্ধির নামও করেছেন ৷
আরও পড়ুন: বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ 'ইন্ডিয়া', সাফ জবাব মমতার
কিন্তু বিরোধী জোট 'ইন্ডিয়া'র তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ 2024 লোকসভা নির্বাচনের আগে বিরোধীরা আদৌ কোনও মুখকে প্রধানমন্ত্রী রূপে তুলে ধরবে কি না, সেটাও নিশ্চিত নয় ৷ বুধবারই শরদ পাওয়ারকে পাশে বসিয়ে উদ্ধব ঠাকরে মন্তব্য করেছেন, বিরোধী জোটের অনেকেই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ৷ আর এইদিনেই সামনে এল সাইরাস এস পুনাওয়ালার এই মন্তব্য ৷ তবে ভাইপো অজিত পাওয়ারের বিদ্রোহের ফলে এই মুহুর্তে মহারাষ্ট্রের রাজনীতিতেই কিছুটা কোণঠাসা হয়ে পড়েছেন শরদ পাওয়ার, দলের উপর তাঁর নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন উঠছে ৷ তারই মাঝে বৃহস্পতিবার থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে বিরোধী 'ইন্ডিয়া' জোটের 2 দিনের বৈঠক ৷ 28টি দলের অংশ নেওয়ার কথা এই বৈঠকে, যার অন্যতম শরিক শরদ পাওয়ারের এনসিপি ৷