পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহিলা কনস্টেবল প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কল চলাকালীন আত্মঘাতী পুলিশকর্মী

Police Sub Inspector Died by Suicide: উত্তরপ্রদেশের শাহজাহানপুরের পাউড়া থানায় নিযুক্ত সাব ইন্সপেক্টর বরুণ কুমার আত্মহত্যা করেছেন ৷ তিনি শামলির বাসিন্দা । বাবার মৃত্যুর পর পুলিশে চাকরি পান তিনি । প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে এই আত্মহত্যা বলে জানা গিয়েছে ৷

Police Sub Inspector Died by Suicide
Police Sub Inspector Died by Suicide

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 2:41 PM IST

শাহজাহানপুর (উত্তরপ্রদেশ), 24 নভেম্বর: প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মঘাতী উত্তরপ্রদেশ পুলিশের এক সাব ইনস্পেক্টর ৷ প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কল চলাকালীনই বরুণ কুমার নামে ওই পুলিশকর্মী আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে ৷ যাঁর সঙ্গে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের পাউড়া থানার এই সাব ইনস্পেক্টরের প্রেম ছিল, তিনিও একই থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের শামলি জেলার ঝিনঝানা থানা এলাকার চৌদাদেহ গ্রামের বাসিন্দা বরুণ কুমার ৷ তাঁর বাবা পুলিশে কর্মরত ছিলেন ৷ তিনি কর্মরত অবস্থায় মারা যান ৷ সেই চাকরিই বরুণ পেয়েছিলেন ৷ বরুণ কুমার শাহজাহানপুরের সেহরামউ দক্ষিণ থানায় প্রথম পোস্টিং পান । এরপর তিনি পাউড়া থানায় বদলি হয়ে আসেন ৷

তিনি পাউড়া থানার কোয়ার্টারেই থাকতেন ৷ এই সময় এক মহিলা কনস্টেবলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয় ৷ বেশ কিছু দিন ধরেই কোনও বিষয় নিয়ে দু’জনের মধ্যে মতবিরোধ চলছিল । সাব-ইন্সপেক্টর বরুণ কুমার এই বিষয়ে খুব চাপে ছিলেন ।

শুক্রবার সকালে সরকারি কোয়ার্টারে তাঁর ঘর থেকে দীর্ঘক্ষণ বের হননি বরুণ ৷ তখনই অন্য সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন ৷ দরজা না খোলায় থানায় খবর দেওয়া হয় ৷ সেখান থেকে পুলিশ গিয়ে ঘরের মধ্যে বরুণকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ৷ মৃতদেহ উদ্ধার করা হয় ৷ বরুণের বাড়িতে পরিজনদের কাছে খবর পাঠানো হয়েছে ৷

পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে ৷ ওই মহিলা কনস্টেবলকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷ আপাতত পুলিশ ভিডিয়ো কলের প্রমাণ পেয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর ৷ দু’জনের মধ্যে কী ধরনের গোলমাল ছিল, তা নিয়েও পুলিশ তদন্ত করছে ৷

আরও পড়ুন:

  1. ঘুমন্ত শিশু ও স্ত্রীর গায়ে বিষধর সাপ ছেড়ে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
  2. মর্মান্তিক ঘটনার সাক্ষী হরিয়ানা! স্কুলের দেওয়াল চাপা পড়ে প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার
  3. সম্পত্তি লিখে দেননি বাবা, চোখ উপড়ে নিয়ে 9 বছরের জেল ছেলের

ABOUT THE AUTHOR

...view details