পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tunnel Collapse in Uttarakhand: উত্তরকাশীতে টানেল দুর্ঘটনায় আটকে অন্তত 40 শ্রমিক! উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

রবিবার ভোর 4টে নাগাদ সাড়ে 4 কিমি দীর্ঘ টানেলের 150 মিটার অংশ ভেঙে পড়ে ৷ আশঙ্কা, প্রায় 40 জন শ্রমিক এই ধ্বংসস্তূপে আটকে রয়েছেন ৷ উদ্ধারের কাজ শুরু করেছে প্রশাসন।

ETV Bharat
উত্তরকাশীতে টানেল ভেঙে দুর্ঘটনা

By PTI

Published : Nov 12, 2023, 12:41 PM IST

Updated : Nov 12, 2023, 9:44 PM IST

উত্তরকাশী, 12 নভেম্বর: উত্তরকাশীতে টানেল ভেঙে পড়ার ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পরিস্থিতির খোঁজ নিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে । নির্মীয়মান টানেলটির একটি অংশ ভেঙে বহু শ্রমিক আটকে পড়েছেন ৷ অনুমান, এই আটকে পড়া শ্রমিকের সংখ্যা প্রায় 40 জন ৷ মোট সাত রাজ্যের 40 শ্রমিক আটকে পড়েছেন বলে খবর। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোর 4টে নাগাদ ৷

ওই টানেলটির কাজ চলছিল ৷ সরকারি সূত্রের খবর, ব্রহ্মখাল-যমুনোত্রী জাতীয় সড়কে টানেলটি ভেঙে পড়ে ৷ পুলিশ জানিয়েছে, সাড়ে 4 কিলোমিটার দীর্ঘ টানেলের 150 মিটার ভেঙে এই দুর্ঘটনা ঘটেছে ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন উত্তরকাশীর এসপি অর্পণ যদুবংশী ৷ সঙ্গে সঙ্গে উদ্ধারের কাজ শুরু হয় ৷

উত্তরকাশী পুলিশের উচ্চাধিকারিক অর্পণ যদুবংশী বলেন, "সিল্কইয়ারায় টানেলটির শুরুর কাছে প্রায় 200 মিটার অংশ ভেঙে গিয়েছে ৷ হাইড্রোইলেকট্রিক ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা এইআইডিসিএল এই টানেলের কাজ তদারকির দায়িত্বে আছে ৷ সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, অন্তত 40 জন ভিতরে আটকে রয়েছেন ৷ তাঁদের নিরাপদে বের করে আনার কাজ চলছে ৷ এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷"

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ, দমকল এবং জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন নিগম এনএইচআইডিসিএলের কর্মীরা ওই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড বা এনএইচআইডিসিএল এই টানেল নির্মাণের কাজ করছিল ৷

আচমকাই সেটি ভেঙে পড়ে বিপত্তি হল ৷ এই দুর্ঘটনার খবরে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, "আমি এই দুর্ঘটনার খবর পেয়েছি ৷ এনডিআরএফ, এসডিআরএফের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ আমি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সবাই নিরাপদে ফিরে আসুন ৷"

Last Updated : Nov 12, 2023, 9:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details