নানদেদ, 1 অক্টোবর:মহারাষ্ট্রের নানদেদের সরকারি হাসপাতালে মৃত্যু অব্যাহত ৷ ডা. শংকররাও চ্যবন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত দু'দিনে 31 জন রোগীর মৃত্যু হয়েছে ৷ 1 অক্টোবর ওই হাসপাতালে 24 ঘণ্টায় 24 রোগীর মৃত্যুর খবর মেলে । এরপর 2 অক্টোবর অর্থাৎ সোমবার ওই হাসপাতালেই আরও 7 রোগীর মৃত্যু হয় । সরকারি হিসেব অনুযায়ী, ওই হাসপাতালে 76 জন রোগীর অবস্থা আশংকাজনক ৷
জানা গিয়েছে, ওই হাসপাতালে গত দু'দিনে মৃতের সংখ্যা 31-এ পৌঁছেছে ৷ আশংকাজনক অবস্থায় রয়েছেন 66 জন রোগী । 30 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত নানদেদ সরকারি হাসপাতালে 24 জন রোগীর মৃত্যু হয় । তার মধ্যে গুরুতর অবস্থায় থাকা 12 জন নবজাতকের প্রাণ গিয়েছে ৷ সাপের কামড়, বিষক্রিয়া এবং অন্যান্য রোগে আক্রান্ত কিছু রোগীরও মৃত্যু হয়েছে । মৃত্যুর কারণ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে । কমিটি হাসপাতালে গিয়ে তদন্ত করবে ।
নানদেদের সরকারি হাসপাতালে 2 অক্টোবর আরও 7 জনের মৃত্যু হয় ৷ তার মধ্যে রয়েছে 4টি শিশু ৷ ওষুধের অভাবের কারণে রোগীদের মৃত্যু হয়েছে, এ কথা মানতে চাননি ডা. শংকররাও চ্যবন সরকারি হাসপাতালের ডিন আরএস ওয়াকোডে ৷ তিনি বলেন, অনেক রোগীকেই একেবারে শেষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে ৷ তেলেঙ্গানা রাজ্য থেকে অনেক রোগী এসেছেন । ডাক্তাররা রোগীদের বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছেন ।