তিরুপাতুর (তামিলনাড়ু), 11 নভেম্বর: জাতীয় সড়কে বাস দুর্ঘটনা ৷ ওই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে পাঁচজনের ৷ অন্তত 40 জন গুরুতর আহত হয়েছেন ৷ তাঁরা প্রক্যেতেই হাসপাতালে ভরতি ৷ মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থল তামিলনাড়ুর তিরুপাতুর জেলার ভানিয়ামবাড়ি ৷
একটি সরকারি বাস ও একটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষের জেরেই এই দুর্ঘটনা হয় ৷ সরকারি বাসটি বেঙ্গালুরু থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিল ৷ সরকারি বাসটি হঠাৎ চেন্নাই-বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারায় ৷ তার পর উলটোদিকে লেনে চলে যায় ৷ তখন উলটোদিক থেকে চেন্নাই থেকে বেঙ্গালুরুগামী একটি বেসরকারি বিলাসবহুল বাস আসছিল ৷ দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ।
দুই বাসের মুখোমুখি সংঘর্ষের জোরে বিকট শব্দ হয় ৷ রাতের অন্ধকারে এমন বিকট শব্দে কার্যত কেঁপে ওঠে আশপাশের এলাকা ৷ কিছুক্ষণের মধ্য়ে চিৎকার-কান্নার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষ ৷ তাঁরাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে ৷
উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করে ৷ নিহতদের মধ্যে রয়েছেন উলুন্দুরপেটের বাসিন্দা সরকারি বাসের চালক ইলুমলাইও, কোলারের বেসরকারি বাসের চালক মহম্মদ নাদিম, ওই বাসের ক্লিনার ভানিয়ামবাড়ির বাসিন্দা মহম্মদ বাইরোস, চিত্তুরের অজিত কুমার ও চেন্নাইয়ের কৃতিকা নামে এক মহিলা ৷