পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tami Nadu Road Accident: তিরুচিরাপল্লিতে ট্রাক-মারুতি ভ্য়ানের সংঘর্ষ, মৃত এক শিশু-সহ 6 - truck hits Maruti Omni

রবিবার ভোররাতে ভয়াবহ পথদুর্ঘটনা ৷ তামিলনাড়ুর সালেম জেলার কুম্বাকোনমে মন্দির দর্শনে যাচ্ছিল একটি পরিবার ৷ তারা মারুতি ওমনি ভ্যানে ছিল ৷ উলটো দিক থেকে কাঠবোঝাই একটি ট্রাক এসে ধাক্কা মারে মারুতিতে (Truck collides with Omni at Tamil Nadu) ৷

Road Accident
মারুত ভ্যান

By

Published : Mar 19, 2023, 2:07 PM IST

তিরুচিরাপল্লি (তামিলনাড়ু), 19 মার্চ:ভয়াবহ পথ দুর্ঘটনায় এক শিশু-সহ ছ'জনের মৃত্যু ৷ রবিবার ভোররাত 3টের সময় এই দুর্ঘটনাটি ঘটে ৷ একটি মারুতি ওমনি ভ্যানে 9 জন যাত্রী ছিলেন। সবাই এক পরিবারের ৷ মারুতি ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয় ৷ তাতে চার জন পুরুষ ও একজন মহিলা দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৷ তিনজন আহত অবস্থায় সরকারি হাসপাতালে ভরতি করা হয় (A child died in a road accident in Salem Tamil Nadu) ৷

এই পরিবারটি এডাপ্পাডি থেকে সালেম জেলার কুম্বাকোনমে একটি মন্দিরে যাচ্ছিল ৷ অন্যদিকে কাঠবোঝাই একটি ট্রাক ত্রিচুর থেকে কারুরের উদ্দেশ্যে রওনা দেয় ৷ এরপরই দুটি গাড়ির সংঘর্ষে প্রাণ যায় একই পরিবারের 6 জনের। জেলার এসপি সুজিত কুমার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশকে উদ্ধারকার্যের নির্দেশ দেন ৷ মৃতদেহ দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ রিপোর্ট এখনও আসেনি ৷

শনিবার রাতেই আরেকটি পৃথক দুর্ঘটনায় কমপক্ষে 12 জন আহত হয়েছেন ৷ মহারাষ্ট্রের পুনেতে একটি বাস ছোট্ট সেতু থেকে নীচে জলে পড়ে গিয়েছে ৷ বাসটি মুম্বই থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল ৷ জানা গিয়েছে, বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন এবং তার ফলেই বাসটি সেতু থেকে নীচে পড়ে গিয়েছিল ৷ বাসে 36 জন যাত্রী ছিলেন ৷ 12 জনেরও বেশি যাত্রী জখম হয়েছেন ৷ তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

মধ্যপ্রদেশে আরেকটি দুর্ঘটনায় কমপক্ষে 25 জন আহত হয়েছেন ৷ গুজরাতগামী একটি বাস কালভার্ট থেকে পড়ে উলটে গিয়েছে ৷ শনিবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে উজ্জয়িনী এলাকায় ৷ আহতদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ 25 জনেরও বেশি যাত্রী জখম হয়েছেন পথ দুর্ঘটনায় ৷ তাঁরা মহাকালেশ্বর মন্দির দর্শন করে ফিরছিলেন ৷ এই রাতেই মুম্বইয়ের ওরলি এলাকায় গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক মহিলা ৷ জানা গিয়েছে, গাড়িটি খুব দ্রুত গতিতে আসছিল ৷ সেটি মহিলাকে ধাক্কা মারলে মৃত্যু হয় মহিলার ৷ গাড়িচালকও আহত হয়েছেন এবং তাঁকে আটক করা হয়েছে ৷ তদন্ত চলছে বলে জানিয়ছে ওরলি পুলিশ ৷

আরও পড়ুন: পন্তের দুর্ঘটনার ভয়ঙ্কর স্মৃতি ফিরিয়ে রুরকির সেই হাইওয়েতে ডিগবাজি খেল গাড়ি

ABOUT THE AUTHOR

...view details