পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Anti-Maoist Operation in Jharkhand: যৌথ অভিযানে সাফল্য, ঝাড়খণ্ডে খতম অন্তত 5 মাওবাদী - নিহত মাওবাদী

ঝাড়খণ্ডের ছাতরা-পালামু সীমানায় মাওদমন অভিযানে মিলল সাফল্য ৷ যৌথবাহিনীর সঙ্গে গুলিবিনিময়ে খতম অন্তত পাঁচ মাওবাদী ৷ নিহতদের মধ্যে রয়েছেন মাও নেতা গৌতম পাসওয়ানও ৷

several maoist died by an Anti Maoist Operation in Jharkhand
প্রতীকী ছবি

By

Published : Apr 3, 2023, 12:25 PM IST

Updated : Apr 3, 2023, 12:51 PM IST

পালামু, 3 এপ্রিল:নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলিবিনিময়ে খতম অন্তত পাঁচ মাওবাদী ৷ নিহতদের তালিকায় রয়েছেন মাও নেতা গৌতম পাসওয়ানও ৷ উল্লেখ্য, এই গৌতমকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল প্রশাসন ৷ এমনকী, তাঁর নামে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল ৷ প্রশাসনের তরফে বলা হয়েছিল, গৌতমের সঠিক খোঁজ দিতে পারলেই মিলবে 25 লক্ষ টাকা ! সেই গৌতমকেই সোমবার নিকেশ করেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরা ৷ সঙ্গে আরও অন্তত চারজন মাওবাদীকে খতম করা হয় ৷ এদিন ঝাড়খণ্ডের ছাতরা-পালামু সীমানায় মাওদমন অভিযান চালানো হয় ৷ যৌথভাবে সেই অভিযানে যোগ দেয় সিআরপিএফ, পুলিশ-সহ অন্য়ান্য বাহিনী ৷ তাতেই মেলে সাফল্য ৷ ঘটনাস্থল থেকে অন্তত তিনটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমাণে মাও নথি উদ্ধার করা হয়েছে ৷ শেষ পাওয়া খবর অনুসারে, এখনও এই অভিযান চলছে ৷

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ কারণ, যৌথবাহিনীর অভিযানে আরও একাধিক মাওবাদী গুলিবিদ্ধ হয়েছেন বলে মনে করা হচ্ছে ৷ তাঁদের অবস্থা ঠিক কেমন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷ পুলিশের কাছে খবর ছিল, ছাতরা-পালামু সীমানায় মাওবাদীদের একটি বড় দল কিছু সময় ধরে ঘাঁটি গেড়ে রয়েছে ৷ তারই ভিত্তিতে সোমবার ওই এলাকায় অভিযান চালানো হয় ৷ কিন্তু, যৌথবাহিনীর সদস্যরা মাওবাদীদের ঘাঁটির কাছাকাছি পৌঁছতেই তাঁদের লক্ষ করে গুলিবৃষ্টি শুরু হয় ৷ পালটা জবাব দেয় পুলিশ ও নিরাপত্তাবাহিনীও ৷ তাতেই এখনও পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন:মাওদমন অভিযানে আইইডি বিস্ফোরণ, জখম 5 সিআরপিএফ জওয়ান

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এদিন যে মাওবাদীরা এনকাউন্টারে খতম হয়েছেন, তাঁদের মধ্যে কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম ছাড়াও আরও অন্তত দু'জন নেতাস্থানীয় মাও সদস্য রয়েছেন ৷ তাঁদের নামেও মোটা টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল ৷ এঁরা হলেন, ঝাড়খণ্ডের অঞ্চল কমিটির সদস্য অজিত ওরফে চার্লি এবং জোনাল কমান্ডার অমর গাঞ্জু ৷ এঁদের দু'জনের নামে যথাক্রমে 25 লক্ষ এবং 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল ৷ নিহতদের মধ্যে বাকি দু'জন হলেন সঞ্জয় ভুঁইয়া এবং নন্দু ৷ শেষ পাওয়া খবর অনুসারে, এখনও পর্যন্ত এই ঘটনায় নিহত মাওবাদীদের দেহ উদ্ধারের কাজ শুরু হয়নি ৷ সেই প্রক্রিয়া শেষ হলে আরও কিছু জরুরি তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে ৷ আপাতত ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে ৷

Last Updated : Apr 3, 2023, 12:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details