পালামু, 3 এপ্রিল:নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলিবিনিময়ে খতম অন্তত পাঁচ মাওবাদী ৷ নিহতদের তালিকায় রয়েছেন মাও নেতা গৌতম পাসওয়ানও ৷ উল্লেখ্য, এই গৌতমকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল প্রশাসন ৷ এমনকী, তাঁর নামে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল ৷ প্রশাসনের তরফে বলা হয়েছিল, গৌতমের সঠিক খোঁজ দিতে পারলেই মিলবে 25 লক্ষ টাকা ! সেই গৌতমকেই সোমবার নিকেশ করেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরা ৷ সঙ্গে আরও অন্তত চারজন মাওবাদীকে খতম করা হয় ৷ এদিন ঝাড়খণ্ডের ছাতরা-পালামু সীমানায় মাওদমন অভিযান চালানো হয় ৷ যৌথভাবে সেই অভিযানে যোগ দেয় সিআরপিএফ, পুলিশ-সহ অন্য়ান্য বাহিনী ৷ তাতেই মেলে সাফল্য ৷ ঘটনাস্থল থেকে অন্তত তিনটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমাণে মাও নথি উদ্ধার করা হয়েছে ৷ শেষ পাওয়া খবর অনুসারে, এখনও এই অভিযান চলছে ৷
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ কারণ, যৌথবাহিনীর অভিযানে আরও একাধিক মাওবাদী গুলিবিদ্ধ হয়েছেন বলে মনে করা হচ্ছে ৷ তাঁদের অবস্থা ঠিক কেমন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷ পুলিশের কাছে খবর ছিল, ছাতরা-পালামু সীমানায় মাওবাদীদের একটি বড় দল কিছু সময় ধরে ঘাঁটি গেড়ে রয়েছে ৷ তারই ভিত্তিতে সোমবার ওই এলাকায় অভিযান চালানো হয় ৷ কিন্তু, যৌথবাহিনীর সদস্যরা মাওবাদীদের ঘাঁটির কাছাকাছি পৌঁছতেই তাঁদের লক্ষ করে গুলিবৃষ্টি শুরু হয় ৷ পালটা জবাব দেয় পুলিশ ও নিরাপত্তাবাহিনীও ৷ তাতেই এখনও পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷