পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Shootout in Madhya Pradesh: গবাদি পশু চড়ানোকে নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ, গুলিতে প্রাণ গেল 5 জনের

গবাদি পশু চড়ানোকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদের জেরে চলল গুলি ৷ মৃত্যু হয়েছে পাঁচ জনের ৷ গুরুতর আহত হয়েছেন 12 জন ৷

Shootout in Madhya Pradesh
মধ্যপ্রদেশে শুটআউট

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 4:03 PM IST

Updated : Sep 13, 2023, 6:10 PM IST

দাতিয়া (মধ্যপ্রদেশ), 13 সেপ্টেম্বর: গবাদি পশু চড়ানোকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে ঝামেলা ৷ তার জেরে চলল গুলি ৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে 5 জনের ৷ গুরুতর আহত হয়েছেন 12 জন ৷ ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যপ্রদেশের দাতিয়া জেলার রেন্ডা গ্রামে ৷ পুলিশ প্রায় 40-50 জনকে আটক করেছে ।

জানা গিয়েছে, এই গ্রামেই থাকেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ৷ সেখানেই এদিন সকাল 9টার দিকে ডাঙ্গি এবং পাল সম্প্রদায়ের সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে । প্রাথমিক তদন্তের ভিত্তিতে দাতিয়ার পুলিশ সুপার (এসপি) প্রদীপ শর্মা বলেছেন, "তিন দিন আগে গবাদি পশু চড়ানোকে কেন্দ্র করে প্রকাশ ডাঙ্গি এবং প্রীতম পালের মধ্যে ঝগড়া হয়েছিল । তর্কাতর্কির সময় প্রকাশ প্রীতমকে থাপ্পড় মেরেছিলেন ৷ এই ঘটনার পর উভয় সম্প্রদায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল ।"

তিনি জানান, বুধবার সকালে দুই সম্প্রদায়ের সদস্যরা আবার মুখোমুখি হন ৷ ফের তাঁদের মধ্যে গবাদি পশু চড়ানোকে নিয়ে ঝামেলা হয় ৷ যার জেরে গুলি চলে এবং ঘটনায় পাঁচজন নিহত ও 12 গুরুতর আহত হয়েছেন ৷ গোলাগুলির ঘটনায় মৃত্যু হয়েছে প্রকাশ ডাঙ্গি, রাম নরেশ ডাঙ্গি, সুরেন্দ্র ডাঙ্গি, রাজেন্দ্র পাল এবং রাঘবেন্দ্র পালের ৷ নিহতদের সকলেরই বয়স তিরিশের উপরে বলে জানা গিয়েছে । আহতদের জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । জানা গিয়েছে, প্রায় আধঘণ্টা ধরে গোলাগুলি চলে এবং গোটা গ্রাম গুলির শব্দে শুনতে পায় ।

আরও পড়ুন:58 বছর পর মোষ চুরির মামলায় গ্রেফতার বছর আশির বৃদ্ধ

সূত্রের খবর, তিন দিন আগেও এই দুই সম্প্রদায়ের মধ্যে ঝামেলা হয়েছিল । এই নিয়ে দু'পক্ষই সিভিল লাইন থানায় মামলা দায়ের করেছে । তারপরে এ দিন গুলি চালানোর ঘটনা ঘটল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসন । ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । পুলিশ দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । থমথমে পরিবেশ বিরাজ করছে এলাকায় । শোকের ছায়া নেমে এসেছে মৃত পরিবারগুলিতে ৷

Last Updated : Sep 13, 2023, 6:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details