পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লির একাধিক হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করার নির্দেশ

ক্রমশ খারাপ হচ্ছে দিল্লির করোনা পরিস্থিতি ৷ সোমবার এ নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ বৈঠকের পর কেজরিওয়াল ঘোষণা করেন, রাজধানীর একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালকে ফের একবার কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে ৷ বাড়ানো হচ্ছে শয্যার সংখ্যাও ৷

Several hospitals will be converted into COVID-19 facilities again, says Kejriwal
ফের দিল্লির একাধিক হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করার নির্দেশ

By

Published : Apr 12, 2021, 4:00 PM IST

নয়াদিল্লি, 12 এপ্রিল :মহারাষ্ট্রের পর এবার দিল্লি ৷ ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর করোনা পরিস্থিতি ৷ যার জেরে দিল্লির একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালকে ফের একবার কোভিড হাসপাতালে রূপান্তরিত করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

সোমবার দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন কেজরিওয়াল ৷ সেই বৈঠকের পরই ঘোষণা করা হয় নয়া সিদ্ধান্ত ৷ রাজ্য় সরকারের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘করোনা পরিস্থিতি নিয়ে সোমবার একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ দিল্লির সমস্ত হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি ৷ বৈঠকে স্থির হয়েছে, কোভিড মোকাবিলায় দিল্লির একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালকে ফের একবার করোনা হাসপাতালে রূপান্তরিত করা হবে ৷’’

এদিনের বৈঠকের পর দিল্লিবাসীর কাছে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আবেদন, সকলে কোভিড বিধি মেনে চলুন ৷ একান্ত প্রয়োজন না হলে কেউ যাতে হাসপাতালে না যান, আমজনতার উদ্দেশ্যে সেই আবেদনও করেছেন তিনি ৷ একইসঙ্গে, দিল্লিবাসীকে দ্রুত করোনার টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

বৈঠকের পর এ নিয়ে একটি টুইটও করেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি লেখেন, ‘‘পর্যালোচনা বৈঠক করলাম ৷ সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে শয্যা বাড়ানোর জন্য নানা পদক্ষেপ করা হচ্ছে ৷ সবাইকে সহযোগিতা করার আবেদন জানাচ্ছি ৷ সবাই দয়া করে কোভিড বিধি মেনে চলুন ৷ একান্ত প্রয়োজন না হলে কেউ হাসপাতালে যাবেন না ৷ আর যদি আপনি টিকা নেওয়ার যোগ্য হন, তাহলে অবশ্যই টিকা নিয়ে নিন ৷’’

আরও পড়ুন :সকলের জন্য টিকার দাবিতে দেশবাসীকে সরব হওয়ার আহ্বান রাহুলের

রবিবারের হিসাব অনুযায়ী, তার আগের শেষ 24 ঘণ্টায় দিল্লিতে নতুন করে 10 হাজার 774 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ প্রাণ গিয়েছে 48 জন করোনা আক্রান্তের ৷ এখনও পর্যন্ত রাজধানীতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট 7 লাখ 25 হাজার 197 জন ৷

ABOUT THE AUTHOR

...view details