নয়াদিল্লি, 12 এপ্রিল :মহারাষ্ট্রের পর এবার দিল্লি ৷ ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর করোনা পরিস্থিতি ৷ যার জেরে দিল্লির একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালকে ফের একবার কোভিড হাসপাতালে রূপান্তরিত করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷
সোমবার দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন কেজরিওয়াল ৷ সেই বৈঠকের পরই ঘোষণা করা হয় নয়া সিদ্ধান্ত ৷ রাজ্য় সরকারের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘করোনা পরিস্থিতি নিয়ে সোমবার একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ দিল্লির সমস্ত হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি ৷ বৈঠকে স্থির হয়েছে, কোভিড মোকাবিলায় দিল্লির একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালকে ফের একবার করোনা হাসপাতালে রূপান্তরিত করা হবে ৷’’
এদিনের বৈঠকের পর দিল্লিবাসীর কাছে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আবেদন, সকলে কোভিড বিধি মেনে চলুন ৷ একান্ত প্রয়োজন না হলে কেউ যাতে হাসপাতালে না যান, আমজনতার উদ্দেশ্যে সেই আবেদনও করেছেন তিনি ৷ একইসঙ্গে, দিল্লিবাসীকে দ্রুত করোনার টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷