দৌসা (রাজস্থান), 6 নভেম্বর:সপ্তাহের শুরুতেই ভয়াবহ দুর্ঘটনা ৷ রাজস্থানের দৌসা কালেক্টরেট সার্কেলের কাছে রবিবার মধ্যরাতের খানিক পর একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে যায়। সেতুর নীচেই রয়েছে রেললাইন ৷ সোমবারের এই দুর্ঘটনায় অন্ততপক্ষে 4 জন যাত্রীর মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি আহত হয়েছেন কমবেশি 24 জন ৷ আহতদের সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন।
জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসে প্রায় 30 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় 28 জনকে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মধ্যে 4 জন যাত্রীর মৃত্যু হয় ৷ কীভাবে বাসটি সেতু থেকে পড়ে গেল তার কারণ এখনও স্পষ্ট নয়। জেলা আধিকারিকরা উলটে যাওয়া বাসটিকে উদ্ধার করতে বিশেষ অভিযান চালাচ্ছেন। অন্যদিকে, আহতদের চিকিৎসা চলছে ৷ রাজস্থানের দৌসার মহকুমাশাসক রাজকুমার কাসওয়া জানিয়েছেন, ঘটনার পর প্রশাসনের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে ৷