গুয়াহাটি, 15 নভেম্বর: পাথর খাদান ধসে মৃত্যু হল 10 জনের ৷ এখনও নিখোঁজ 5 জন ৷ তাঁরা ধসের মধ্যেই আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। সোমবার দুপুর 2.45 নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মিজোরামের রাজধানী আইজল থেকে প্রায় 160 কিলোমিটার দূরে দক্ষিণ মিজোরাম হাঁথিয়াল জেলায় একটি পাথর খাদানে (Stone Quarry Collapses in Mizoram) ৷
জানা গিয়েছে, সোমবার দুপুরে নাগাদ হাঁথিয়াল (Hnahthial) জেলার মৌদারহের (Maudarh) একটি বেসরকারি পাথর খাদানে নেমে কাজ করছিলেন কয়েকজন কর্মী ৷ এদিন দুপুরে মধ্যাহ্নভোজ করে ফের খাদানে কাজের জন্য প্রবেশ করে ৷ এরপর আচমকাই ধস নামে খাদানের ভিতরে । ভূমিধসের কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে । ঘটনায় মারা যান দশজন শ্রমিক ৷ পাঁচজন এখনও নিখোঁজ ৷ তাঁরা মাটি চাপা পড়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷