পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Stone Quarry Collapses: মিজোরামের পাথর খাদানে ধস ! মৃত 10, নিখোঁজ 5 - মিজোরাম পাথর খাদান ধসে মৃত 10

পাথর খাদান ধসে মৃত 10, নিখোঁজ 5 ৷ ঘটনাটি ঘটেছে মিজোরামের রাজধানী আইজল থেকে প্রায় 160 কিলোমিটার দূরে দক্ষিণ মিজোরাম হাঁথিয়াল জেলায় একটি পাথর খাদানে (Stone Quarry Collapses in Mizoram) ৷

Stone Quarry Collapses
পাথর খাদান ধসে মৃত 10

By

Published : Nov 15, 2022, 11:34 AM IST

গুয়াহাটি, 15 নভেম্বর: পাথর খাদান ধসে মৃত্যু হল 10 জনের ৷ এখনও নিখোঁজ 5 জন ৷ তাঁরা ধসের মধ্যেই আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। সোমবার দুপুর 2.45 নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মিজোরামের রাজধানী আইজল থেকে প্রায় 160 কিলোমিটার দূরে দক্ষিণ মিজোরাম হাঁথিয়াল জেলায় একটি পাথর খাদানে (Stone Quarry Collapses in Mizoram) ৷

জানা গিয়েছে, সোমবার দুপুরে নাগাদ হাঁথিয়াল (Hnahthial) জেলার মৌদারহের (Maudarh) একটি বেসরকারি পাথর খাদানে নেমে কাজ করছিলেন কয়েকজন কর্মী ৷ এদিন দুপুরে মধ্যাহ্নভোজ করে ফের খাদানে কাজের জন্য প্রবেশ করে ৷ এরপর আচমকাই ধস নামে খাদানের ভিতরে । ভূমিধসের কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে । ঘটনায় মারা যান দশজন শ্রমিক ৷ পাঁচজন এখনও নিখোঁজ ৷ তাঁরা মাটি চাপা পড়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷

আরও পড়ুন:মার্কিন সিরিজ দেখেই খুনের ছক, নতুন ফ্রিজে প্রেমিকার টুকরো দেহ সংরক্ষণ আফতাবের

মঙ্গলবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। যাঁরা মাটিতে পড়ে মারা গেছেন তাঁরা সবাই বিহারের বাসিন্দা বলে খবর । আরও জানা গিয়েছে, বেসরকারি খাদানে কোনওরকম সতর্কতা ছাড়াই কাজ করা হচ্ছিল ৷

ABOUT THE AUTHOR

...view details