পূর্ণিয়া, 11 জুন : বিহারের পূর্ণিয়ার রাউতা থানা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা । বিয়ের পাকা কথা সেরে স্করপিও চেপে বাড়ি ফিরছিলেন এক পরিবারের 10 সদস্য । কিন্তু মাঝপথে ওই দ্রুতগতিতে আসা স্করপিও উলটে মারা গেলেন 8 জন । কোনওমতে প্রাণে বেঁচেছেন 2 জন (Several died after Scorpio fell into a water filled pit) ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উনগড় ওপির কাঞ্জিয়া মিডল স্কুলের কাছে ঘটনাটি ঘটেছে । আংগড়ের রাল খাপড়া তারাবাড়ির সঙ্গে বিয়ের পাকা কথা সেরে কিষাণগঞ্জ জেলার নুনিয়া গ্রামে ফিরছিলেন ওই পরিবারের সদস্যরা । মাঝরাস্তাতে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলভর্তি গর্তে পড়ে যায় গাড়িটি । ঘটনাস্থলেই মারা যান 8 জন ।