নালন্দা (বিহার), 16 জানুয়ারি : নালন্দায় বিষমদ পান করে মৃত্যুর ঘটনায় রবিবার পর্যন্ত অন্তত 10 জনের প্রাণহানি হয়েছে বলে জানা গিয়েছে (Several Dead in Nalanda Due to Hooch Consumption) ৷ তবে, নালন্দার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কুমার অনুরাগ মৃত্যুর কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছেন ৷
এনিয়ে ওই আধিকারিক শনিবার বলেন, ‘‘এখনও পর্যন্ত নিশ্চিতভাবে 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে, তাঁরা মদপান করার ফলে মারা গিয়েছেন ৷ নাকি অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে, তা একমাত্র ময়নাতদন্তের রিপোর্ট এলেই বলা যাবে ৷ তাঁদের মধ্যে একজন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷’’ প্রসঙ্গত, নালন্দার মানপুরে বিষমদ পান করে একাধিক ব্যক্তির মৃত্যু অভিযোগ উঠেছে (People Died After Hooch Consumption in Nalanda) ৷