পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nalanda Hooch Consumption Death : নালন্দায় বিষমদ পান করে অন্তত 10 জনের মৃত্যু - Several Dead in Nalanda Due to Hooch Consumption

নালন্দায় বিষমদ পান করে অন্তত 10 জনের মৃত্যুর অভিযোগ (Several Dead in Nalanda Due to Hooch Consumption) ৷ যদিও এই ঘটনায় বিহার প্রশাসনের তরফে নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি ৷ নালন্দার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে ৷

several-dead-in-nalanda-due-to-hooch-consumption
several-dead-in-nalanda-due-to-hooch-consumption

By

Published : Jan 16, 2022, 12:05 PM IST

নালন্দা (বিহার), 16 জানুয়ারি : নালন্দায় বিষমদ পান করে মৃত্যুর ঘটনায় রবিবার পর্যন্ত অন্তত 10 জনের প্রাণহানি হয়েছে বলে জানা গিয়েছে (Several Dead in Nalanda Due to Hooch Consumption) ৷ তবে, নালন্দার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কুমার অনুরাগ মৃত্যুর কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছেন ৷

এনিয়ে ওই আধিকারিক শনিবার বলেন, ‘‘এখনও পর্যন্ত নিশ্চিতভাবে 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে, তাঁরা মদপান করার ফলে মারা গিয়েছেন ৷ নাকি অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে, তা একমাত্র ময়নাতদন্তের রিপোর্ট এলেই বলা যাবে ৷ তাঁদের মধ্যে একজন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷’’ প্রসঙ্গত, নালন্দার মানপুরে বিষমদ পান করে একাধিক ব্যক্তির মৃত্যু অভিযোগ উঠেছে (People Died After Hooch Consumption in Nalanda) ৷

আরও পড়ুন : Alwar rape case : আলওয়ার ধর্ষণে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় সংখ্যালঘু কমিশনের

মৃতদের মধ্যে দু’জনের দেহ চোটি পাহাড়ি এলাকায় পাওয়া গিয়েছে বলে খবর ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ৷ তবে, এই ঘটনায় নীতীশ কুমারের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে ৷ কারণ, যেখানে গোটা বিহারে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা রয়েছে (Bihar spurious liquid case), সেখানে কীভাবে দেশি মদ তৈরি এবং বিক্রি করা হচ্ছে ? পুলিশ প্রশাসন কি এ নিয়ে কিছু জানত না ? প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী আরজেডি, বাম ও কংগ্রেস ৷

ABOUT THE AUTHOR

...view details