পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Commuters Detained in Rail Yard: রেল ইয়ার্ড থেকে ট্রেনে ওঠার চেষ্টা ! রেল পুলিশের হাতে আটক যাত্রীরা

রোজই প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলে তাতে বসার জায়গা পান না নিত্যযাত্রীরা ৷ আসলে বহু যাত্রী রেলের ইয়ার্ডে গিয়ে লোকাল ট্রেনটিতে উঠে বসছিলেন ৷ তারপর ট্রেনটি প্ল্যাটফর্মে এলে তাতে আর জায়গা থাকছে না ৷ আজ সকালে হাতেনাতে পাকড়াও হল প্রায় 15 জন যাত্রী ৷

ETV Bharat
মহারাষ্ট্রের থানেতে ট্রেন যাত্রীরা

By

Published : Jun 28, 2023, 8:22 PM IST

থানে, 28 জুন: রেলের কারশেডে গিয়ে লোকাল ট্রেনে উঠতে গিয়েছিলেন যাত্রীরা ৷ তাতে পুলিশের হাতে গ্রেফতার হলেন প্রায় 15 জন ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানেতে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, স্টেশন থেকে ট্রেনে না উঠে রেলের ইয়ার্ডে চলে যান তাঁরা ৷ সেখানে একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখে তাতে চেপে বসার চেষ্টা করেন যাত্রীরা ৷ সেই সময় রেল পুলিশ তাঁদের সবাইকে হাতেনাতে পাকড়াও করে ৷

এর আগে অভিযোগ উঠেছিল, বহু যাত্রী স্টেশন থেকে ট্রেনে উঠছেন না ৷ তার বদলে তাঁরা সরসারি থানের আম্বরনাথ স্টেশনের কাছে রেল ইয়ার্ডে গিয়ে লোকাল ট্রেনে চেপে বসছেন ৷ এর ফলে ট্রেনটি যখন প্ল্যাটফর্মে ঢুকছে, তখন বাকি যাত্রীদের জন্য কোনও সিটই প্রায় ফাঁকা থাকছে না ৷ প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ অপেক্ষারত যাত্রীরা ট্রেনে বসার জায়গা পাচ্ছেন না ৷

এই অভিযোগে মঙ্গলবার কয়েকজন ক্ষুব্ধ যাত্রী একটি লোকাল ট্রেনকে থামিয়ে দেয় ৷ কিছুক্ষণের জন্য রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় ৷ এরপর রেল পুলিশ ঘটনার কথা জানতে পারে ৷ পরে ওই ট্রেনটিকে যেতে দেওয়া হয় ৷ বিষয়টি নিশ্চিত করেছেন জিআরপি সূত্র ৷ যাঁরা ট্রেন থামিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে রেল পুলিশ ৷

বুধবার সকালে দেখা যায়, কয়েকজন যাত্রী রেলের কারশেড বা ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনে ওঠার চেষ্টা করছেন ৷ এই দৃশ্য চোখে পড়ে আরপিএফ পুলিশের ৷ সঙ্গে সঙ্গে পুলিশ ওই ট্রেনের কাছে পৌঁছয় ৷ পুলিশ যাত্রীদের বাধা দেয় ৷ প্রায় 15 জনকে আটক করেছে রেল পুলিশ ৷ বদলারপুর থেকে এক আরপিএফ আধিকারিক এই ঘটনার কথা জানান ৷

আরও পড়ুন: করমণ্ডলের স্মৃতি উস্কে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা বাঁকুড়ায়

সেখানে রেল পুলিশের সঙ্গে যাত্রীদের বচসা বাধে ৷ এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ৷ আম্বরনাথ স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন, ওই যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ কারণ রেলের ইয়ার্ড থেকে ট্রেনে ওঠা বেআইনি ৷

ABOUT THE AUTHOR

...view details