পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gang Rape in Thane : বন্ধুকে বিশ্বাস করে গণধর্ষণের শিকার নাবালিকা, ঘটনায় গ্রেফতার চার - Gang Rape in Thane

জঘন্য়! বন্ধুকে বিশ্বাস করায় কাল হল ৷ মহারাষ্ট্রের থানেয় এক বছর ষোলোর নাবালিকাকে গণধর্ষণের ঘটনা সামনে এল ৷ পুলিশ ইতিমধ্যেই সাত অভিযুক্তের মধ্যে 4 জনকে গ্রেফতার করেছে ৷ এখনও তিনজন পলাতক ৷

16 বছরের নাবালিকাকে গণধর্ষণ
Minor Girl Gang Raped in Thane

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 10:57 PM IST

থানে, 17 অক্টোবর:পৈশাচিকতার শিকার নাবালিকা! তার অপরাধ বন্ধুকে বিশ্বাস করেছিল সে ৷ আর তাতেই জীবনে নেমে এল অন্ধকার ৷ সাত যুবকের গণধর্ষণের শিকার হল 16 বছরের নাবালিকা। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডি তালুকা থানা এলাকায়। ভিওয়ান্ডি তালুকা থানায় নৃশংসতার এই ঘটনায় মামলা দায়ের হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এখনও পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে। তিন অভিযুক্ত এখনও পলাতক ৷ তাদের হন্যে হয়ে খুঁজছে পুলিশ ৷ গণধর্ষণের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভিওয়ান্ডি তালুকা থানা এলাকায়।

জানা গিয়েছে, ভিওয়ান্ডি তালুকার এক এলাকায় ওই নাবালিকা তার পরিবারের সঙ্গে থাকেন। গত 2 অক্টোবর নির্যাতিতার এক বন্ধু তাকে এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে দেখা করতে আসতে বলে ৷ মেয়েটি বন্ধুকে বিশ্বাস করে এবং তার কথা শুনে ওই নির্জন বাড়িটিতে পৌঁছতেই বন্ধু তাকে ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে জানালে নির্যাতিতাকে মেরে ফেলার হুমকিও দেয় সে। এর পরপরই ওই বন্ধু তার আরও ছয় বন্ধুকে পরিত্যক্ত ঘরটিতে আসতে বলে ৷ এরপর সাত জন মিলে বছর ওই বছর ষোলোর ওই নাবালিকাকে গণধর্ষণ করে ৷

গুণধর বন্ধু এখানেই থেমে থাকেনি ৷ পৈশাচিক এই ঘটনার ভিডিয়ো ক্যামেরাবন্দি করে সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। সেই ভিডিয়ো গ্রামের এক যুবক মোবাইল ফোনে দেখার পর গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে। এদিকে, 15 অক্টোবর (রবিবার) রাতে, নির্যাতিতা নাবালিকার অভিযোগের ভিত্তিতে ভিওয়ান্ডি তালুকা থানায় গণধর্ষণ-সহ পকসো আইনে সাতজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ৷ পুলিশও তৎপর হয়ে 16 অক্টোবর চারজনকে গ্রেফতার করে ৷

সিনিয়র পুলিশ ইন্সপেক্টর রণবীর বেয়েস জানিয়েছেন, তিনজনের এখন খোঁজ চলছে ৷ ভাইরাল ভিডিয়োটি পুলিশের নজরে এসেছে। কিন্তু পরে তা ডিলিট করে দেওয়া হয়েছে ৷ 17 অক্টোবর গ্রেফতার হওয়া চার জনকে আদালতে পেশ করা হয়েছে ৷ 23 অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তাদের। তিনি আরও জানান যে, পলাতক তিন অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা হবে।

আরও পড়ুন:দীর্ঘদিন ধরে ধর্ষণ ! ছাত্রী সন্তানের জন্ম দিতেই আটক সরকারি স্কুল শিক্ষক

ABOUT THE AUTHOR

...view details