থানে, 17 অক্টোবর:পৈশাচিকতার শিকার নাবালিকা! তার অপরাধ বন্ধুকে বিশ্বাস করেছিল সে ৷ আর তাতেই জীবনে নেমে এল অন্ধকার ৷ সাত যুবকের গণধর্ষণের শিকার হল 16 বছরের নাবালিকা। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডি তালুকা থানা এলাকায়। ভিওয়ান্ডি তালুকা থানায় নৃশংসতার এই ঘটনায় মামলা দায়ের হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এখনও পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে। তিন অভিযুক্ত এখনও পলাতক ৷ তাদের হন্যে হয়ে খুঁজছে পুলিশ ৷ গণধর্ষণের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভিওয়ান্ডি তালুকা থানা এলাকায়।
জানা গিয়েছে, ভিওয়ান্ডি তালুকার এক এলাকায় ওই নাবালিকা তার পরিবারের সঙ্গে থাকেন। গত 2 অক্টোবর নির্যাতিতার এক বন্ধু তাকে এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে দেখা করতে আসতে বলে ৷ মেয়েটি বন্ধুকে বিশ্বাস করে এবং তার কথা শুনে ওই নির্জন বাড়িটিতে পৌঁছতেই বন্ধু তাকে ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে জানালে নির্যাতিতাকে মেরে ফেলার হুমকিও দেয় সে। এর পরপরই ওই বন্ধু তার আরও ছয় বন্ধুকে পরিত্যক্ত ঘরটিতে আসতে বলে ৷ এরপর সাত জন মিলে বছর ওই বছর ষোলোর ওই নাবালিকাকে গণধর্ষণ করে ৷