দিল্লি, 26 জানুয়ারি: কৃষক বিক্ষোভের জের গিয়ে পড়ল দিল্লি মেট্রোতেও। তিন কৃষি আইন বাতিলের দাবিতে সাধারণতন্ত্র দিবসে দিল্লি অভিযানে কৃষকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের। তারই জেরে মঙ্গলবার গ্রে লাইনের সব স্টেশনে প্রবেশ ও বাহিরপথ বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন।
এ দিন টুইট করে ডিআরএমসি জানিয়েছে, ''নিরাপত্তা বিষয়ক আপডেটে জানানো হচ্ছে যে, গ্রে লাইনের সব স্টেশনের প্রবেশ ও বাহিরপথ বন্ধ করে দেওয়া হয়েছে।'' মেট্রো কর্তৃপক্ষ আরও জানায় যে, দিলশান গার্ডেন, ঝিলমিল, মানসরোবর পার্ক মেট্রো স্টেশনের প্রবেশ ও বাহিরপথ বন্ধ করা হয়নি। তবে বন্ধ ছিল জামা মসজিদ মেট্রো স্টেশন। বিক্ষোভ যখনই বড় আকার নিতে শুরু করে, তখন থেকেই অন্যান্য আরও বেশ কয়েকটি মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়। বিকেলের দিকে কিছুক্ষণের জন্য গ্রে লাইনের বেশকিছু স্টেশন খুলে দেওয়া হলেও পরে ফের তা বন্ধ করে দেওয়া হয়।