মাওবাদী হামলায় ছত্তিশগড়ে শহিদ 10 জওয়ান দান্তেওয়াড়া, 26 এপ্রিল:ফের সেনার উপর হামলা ৷ এবার ছত্তিশগড়ে দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় শহিদ হয়েছেন 10 সেনা জওয়ান এবং গাড়ির চালক ৷ জানা গিয়েছে, দান্তেওয়াড়ার অরণপুরে বুধবার ফের মাওবাদীরা হামলা চালায়। মাওবাদীরা আইডি বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান ৷ বিস্ফোরণের জেরে পুলিশ এবং সেনা জওয়ানদের একটি মিনি বাস উড়ে যায়। হামলার ঘটনায় 10 সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে অরণপুর থানা।
পুলিশ সূত্রের খবর, রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একটি দল মাওবাদী বিরোধী অভিযান শেষে ফিরে আসার সময় অরণপুর থানার সীমানায় বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, যে এলাকায় ঘটনা ঘটেছে তা রায়পুর থেকে প্রায় 450 কিলোমিটার দূরে অবস্থিত। পাশাপাশি এক্ষেত্রে মাওবাদীরা শক্তিশালী আইডি ব্যবহার করেছিল বলেও পুলিশের প্রাথমিক অনুমান ৷
ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ৷ টুইট করে রাজ্যবাসীর তরফে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি টুইটে লিখেছেন, "আমরা শহিদদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। তাঁদের আত্মার শান্তি কামনা করছি ৷" সূত্রের খবর, ঘটনার পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এদিন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, "দান্তেওয়াড়ার ঘটনা হৃদয়বিদারক। শহিদদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। তাঁদের আত্মত্যাগ বৃথা যাবে না। মাওবাদীদের উপর আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷ যত ওদের উপর চাপ বাড়ছে এরা ভীড়ু কাপুরুষের মতো কাজ করেছে। মাওবাদকে সমূলে উৎপাটন করা হবে। আমার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কথা হয়েছে।"
অন্যদিকে, কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই মাও হামলায় শহিদ হয়েছেন প্রায় 17 জন জওয়ান ৷ এরপর ফের এপ্রিলে এই হামলায় যথেষ্ট চিন্তায় প্রশাসন ৷
আরও পড়ুন: যৌথ অভিযানে সাফল্য, ঝাড়খণ্ডে খতম অন্তত 5 মাওবাদী