মান্ডি(হিমাচলপ্রদেশ), 16 নভেম্বর : খাদে জিপ উলটে মৃত্যু হল সাতজনের ৷ আহত হয়েছে একজন ৷ হিমাচলপ্রদেশের মান্ডি জেলায় দুর্ঘটনাটি ঘটেছে ৷
হিমাচল প্রদেশে খাদে জিপ পড়ে মৃত 7 - mandi jeep accident
হিমাচলপ্রদেশে খাদে জিপ উলটে মৃত 7 ৷ গুরুতর আহত এক ।
ওই গাড়িতে থাকা প্রত্যেকেই বিহারের বাসিন্দা ৷ পেশায় ঠিকাদার ৷ তাঁরা হরিয়ানা রোডওয়ে থেকে একটি বাসে উঠে মান্ডির উদ্দেশে রওনা দেয় ৷ তাঁদের নামার কথা ছিল নির চক এলাকায় । কিন্তু ভুলবশত তাঁরা মান্ডি টাউন বাসস্যান্ডে নামেন ৷ ঘটনার বিষয়ে আর এক ঠিকাদারকে জানালে একটি জিপ পাঠান তিনি ৷ সেটিতে করেই রওনা দেন তাঁরা ।
এরপর রাত আড়াইটে নাগাদ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলঘ্রাট এলাকার সুকেতু খাদে পড়ে যায় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় সাত জনের ৷ অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷